• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠান্ডার চোটে জমে গেল ম্যাগী! ছবি শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল নেটপাড়ায়

বর্তমানে শীতকাল (Winter) চলছে। এবছর ঠান্ডা খানিকটা দেরিতে এসেছে বটে, তবে পারদ কিন্তু বেশ দ্রুত গতিতেই নামছে। দেশের রাজধানী  দিল্লিতে পারদ এতটাই নেমেছে যে সেখানে বছরের প্রথম দিনে তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতেই পারছেন। আর খানিক নামলেই বরফ পরে যেতে পারে রাজধানী দিল্লীতে। অবশ্য  জাকিয়ে ঠান্ডা পড়ার ঘটে এই প্রথম নয়। পৃথিবীর কিছু দেশে ব্যাপক ঠান্ডা পরে। সেই সমস্ত দেশ গুলিতে বাড়ির বাইরে তাকালেই গোটা রাস্তা ঘটে শুধু বরফই চোখে পর্বে। এবার ঠান্ডার নিদর্শন হিসাবে একটি ছবি  বেশ ভাইরাল (Viral Photo) হয়েছে সোশ্যাল মিডিয়াতে।  ছবিতে কোনো এক ব্যক্তি বাড়ির বাইরে ম্যাগী অর্থাৎ  নুডুলস খেতে বসেছিলেন হয়তো সাথে ছিল সিদ্ধ ডিম। তবে সেগুলি খাবার সৌভাগ্য আর হয়নি। অত্যাধিক ঠান্ডার কারণে সেগুলি জমে বরফ হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়া মাধ্যম টুইটারে ওলেগ বলে এক ব্যক্তি এই ছবিটি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ইটা  আনার বাড়ির ওখানকার অবস্থা। সাথে ওই ব্যক্তি তার বাড়ির শহরের নাম নিয়েছেন, যেটা হল নোভোডিব্রিস্কি সাইবেরিয়াতে। সেখানে ছবিটি তোলার সময় তাপমাত্রা ছিল -৪৫ডিগ্রি। মানে বুঝতেই পারছেন তাপমাত্রা ছিল হিমাঙ্কের থেকে ৪৫ ডিগ্রি নিচে। আর তাই বাইরে নিয়ে আসা মাত্রই জমে বরফ হয়ে  গিয়েছে ওই নুডলস আর ডিম।

   

ছবিটি শেয়ার হবার পর থেকে লক্ষাধিক মানুষে দেখেছেন। আর দেখার[পর অনেকেই অবাক হয়ে গিয়েছেন। শুধু তাই নোই ওই ব্যক্তি ছবির কমেন্টে আরো বলেছেন, যে এতো কিছুই নয় তাপমাত্রা -৭০ ডিগ্রি  পর্যন্ত নেমে যায়।

site