• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়ালে ঝরঝরে বাংলা বললেও আদতে বাঙালি নন এই অভিনেতারা 

বাংলা বিনোদন জগতে এখন সিরিয়ালের মেলা। একটা সিরিয়াল শেষ হলে না হতেই শুরু হয়ে যায় একের পর এক আরও সিরিয়াল। সপ্তাহ জুড়ে চলতে থাকা এই সিরিয়ালের দাপটে কখনও কোন টাইম স্লট ফাঁকা যায় না।  তবে বাংলা সিরিয়াল মানেই কিন্তু এই নয় যে সব অভিনেতা অভিনেত্রীই বাঙালি হয়ে থাকেন। বাংলা বিনোদন জগতে এমন বেশ কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা টেলিভিশনের পর্দায় ঝরঝরে বাংলায় কথা বললেও আদতে তারা জন্মগতভাবে বাঙালি নন। আজ এমনই কয়েকজন টেলি অভিনেতার পরিচয় হাল বং ট্রেন্ডের পাতায়।

১)ঋষি কৌশিক (Rishi Kaushik)

   

Rishi Kaushik says viewers likes to see family drama in interview

এই তালিকায় প্রথমেই রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা ঋষি কৌশিক। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ইস্টিকুটুম’ এবং ‘এখানে আকাশ নীল’-এর হাত ধরে একসময় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ছোট পর্দার এই উজান। এখানে আকাশ নীল সিরিয়ালে পেশায় ডাক্তার উজান এর ভূমিকায় অভিনয় করে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়া ইষ্টিকতুম সিরিয়াল সাংবাদিক অর্চিষ্মান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে সিরিয়ালের স্পষ্ট বাংলা বললেও আদতে কিন্তু তিনি মোটেই বাঙালি নন। আসামের তেজপুরে একটি অবাঙালি পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি।

২) ক্রুশল আহুজা (Krushal Ahuja)

এরপরেই এই তালিকায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা ক্রুশল আহুজা। জি বাংলার ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে কর্ণের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। জি বাংলার ‘রানু পেল লটারি’ সিরিয়াল দিয়েই প্রথম অভিনয়ে হাতে খড়ি হয়েছিল তার। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ক্রুশলের বাবার রাজ দে আহুজা পেশায় একজন ডাক্তার। সেই সুবাদেই কলকাতাতেই বড় হয়েছে ক্রুশল।

৩) হানি বাফনা (Honey Bafna)

এরপরে অবাঙালি টেলি তারকাদের এই তালিকার রয়েছেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। স্টার জলসার ‘গ্রামের রানি বীণাপাণি’ সিরিয়ালের শতদ্রু রায়চৌধুরী কিম্বা জি বাংলার ‘বকুল কথা’র ঋষি অথবা ‘কাদম্বিনী’ ধারাবাহিকে দ্বারকানাথ চরিত্রে সোলাঙ্কি রায়ের বিপরীতে অভিনয় করে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছেন হানি। আদতে এই অভিনেতার জন্ম কলকাতার এক মাড়োয়ারি জৈন পরিবারে।

৪) নেহা অমনদীপ (Neha Amandeep)

প্রসঙ্গত শুধু অভিনেতারাই নয় এই তালিকায় রয়েছেন একজন অবাঙালি অভিনেত্রীও। তিনি হলেন জি বাংলার স্ত্রী ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী নেহা পাবনদ্বীপ। নীল ভট্টাচার্যের বিপরীতে প্রথম ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। তারপর সান বাংলায় ‘কনে বউ’ করেও দারুন জনপ্রিয়তা পেয়েছেন নেহা। সিরিয়ালে ঝরঝরে বাংলা বললেও আদতে এই অভিনেত্রী একজন পাঞ্জাবি।