• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পৌষ পার্বণে বাড়িতেই বানন জিভে জল আনা খাবার, রইল নলেন গুড়ের দুধ পুলি তৈরির রেসিপি

Updated on:

Nolen Gur diye Pithe Puli Recipe নলেন গুড় দিয়ে দুধ পুলি তৈরির রেসিপি

শীতকাল মানেই পিঠে পুলিশ সময়। দুধ পুলি, পাটিসাপটা, সন্দেশ পিঠে আরও কত ধরণের পিঠে তৈরী করা যায়। যা খেলেই অসাধারণ স্বাদ পাওয়া যায় মুখে। আর পৌষ মাসের শেষে মকর সংক্রান্তি উপলক্ষে প্রায় প্রতিটা ঘরে ঘরে পিঠে তৈরী হয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছিল নলেন গুড় দিয়ে দুধ পুলি তৈরির রেসিপি (Nolen Gurer Dudh Puli Recipe)।

রাত পোহালেই কাল ১৪ ই জানুয়ারি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি উপলক্ষে আপনিও বানিয়ে নিতেই পারেন এই দুর্দান্ত স্বাদের দুধ পুলি। যেটা সহজেই তৈরী করে নেওয়া যাবে আমাদের এই রেসিপি দেখে। তাহলে আর দেরি কিসের রেসিপি দেখুন আর বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা নলেন গুড়ের পিঠে পুলি (Nolen Gurer Dudh Puli)।

নলেন গুড়ের দুধ পুলি রেসিপি,দুধ পুলি রেসিপি,Nolen Gurer Dudh Puli Recipe,Dudh Puli Recipe,দুধপুলি,পৌষ পার্বণের রান্না,পিঠে রান্না,মকর সংক্রান্তি,Makar Sankranti,Makar Sangkranti 2022

নলেন গুড় দিয়ে দুধ পুলি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ 

  • চালের গুড়ি
  • নারকেল কোড়া
  • নলেন গুড়ের পাটালি
  • দুধ
  • ছোট এলাচ
  • সামান্য কেশর ভেজানো দুধ

নলেন গুড় দিয়ে দুধ পুলি তৈরির পদ্ধতিঃ 

  • প্রথমে নলেন গুড়ের পাটালি ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। তারপর কড়ায় নারকেল কোড়ার সাথে ভালো কর এমিশিয়ে কম আঁচে ভালো করে পাক দিতে হবে।

নলেন গুড়ের দুধ পুলি রেসিপি,দুধ পুলি রেসিপি,Nolen Gurer Dudh Puli Recipe,Dudh Puli Recipe,দুধপুলি,পৌষ পার্বণের রান্না,পিঠে রান্না,মকর সংক্রান্তি,Makar Sankranti,Makar Sangkranti 2022

  • নারকেল কোড়া পাক দেওয়া হয়ে গেলে ঠান্ডা হতে দিতে হবে।
  • এই সময় চালের গুড়ি পরিমাণ মত জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে সেগুলো ছোট ছোট লেচি মত করে আলাদা করে নিতে হবে।

নলেন গুড়ের দুধ পুলি রেসিপি,দুধ পুলি রেসিপি,Nolen Gurer Dudh Puli Recipe,Dudh Puli Recipe,দুধপুলি,পৌষ পার্বণের রান্না,পিঠে রান্না,মকর সংক্রান্তি,Makar Sankranti,Makar Sangkranti 2022

  • এরপর হাতের তালুতে চেপে বা এমনি হাতে করে একটু গোল মত করে তাতে ঠান্ডা হওয়া নারকেল-গুড়ের পুর দিয়ে মুখ বন্ধ করে দিয়ে পিঠের আকার দিতে হবে। এভাবেই বাকি পিঠেগুলো তৈরী করে নিতে হবে।
  • এবার একটা বড় পাত্রে দুধ জাল দিতে হবে যতক্ষণ না দুধ বেশ ঘন হচ্ছে।

নলেন গুড়ের দুধ পুলি রেসিপি,দুধ পুলি রেসিপি,Nolen Gurer Dudh Puli Recipe,Dudh Puli Recipe,দুধপুলি,পৌষ পার্বণের রান্না,পিঠে রান্না,মকর সংক্রান্তি,Makar Sankranti,Makar Sangkranti 2022

  • দুধ ঘন হয়ে গেলে পিঠে গুলোকে দুধের মধ্যে দিয়ে ১৫ মিনিট মত মাঝারি আঁচে রান্না করতে হবে।
  • রান্না হয়ে গেলে নামিয়ে আরো কিছুটা নলেন গুঁড় আর থেঁতো করা ছোট এলাচ দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে।
  • ব্যাস তৈরী হয়ে গেল দুর্দান্ত স্বাদের নলেন গুড় দিয়ে কেশর দুধ পুলি। এবার গরম গরম পরিবেশন করুন।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥