• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি ছাড়া কেউ পারতো না’, পার্টিতে জুতো খেয়ে ঘোষণা কারিনা কাপুরের

Published on:

Nobody else could act Poo in Kabhi Khushi Kabhie Gham, says Kareena Kapoor Khan

বলিউডের (Bollywood) সেরা অভিনেত্রীদের (Actress) মধ্যে একজন হলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সম্ভ্রান্ত কাপুর পরিবারের মেয়ে, অভিনেতা রণধীর কাপুরের কন্যা- স্টারকিড হলেও নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন বেবো। তবে সম্প্রতি বি টাউনের এই নামী নায়িকা ‘জুতো খেয়ে’ সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন।

হ্যাঁ, ঠিকই দেখছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন করিনা। সেখানেই ‘জুতো খান’ অভিনেত্রী। এরপরই বুক ফুলিয়ে ‘কভি খুশি কভি গম’ ছবির আইকনিক ‘পু’ (Poo) চরিত্রটি নিয়ে মুখ খোলেন সইফ আলি খানের বেগম। সকলের সামনে তিনি সদর্প ঘোষণা করেন, এই চরিত্রটি তিনি ছাড়া আর কেউ করতে পারতেন না। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বেবোর এই ভিডিও।

Kareena Kapoor Khan, Poo, Kareena Kapoor Khan as Poo

করিনা এমন একজন অভিনেত্রী যিনি বহু আইকনিক ছবিতে অভিনয় করেছেন। কখনও তিনি হাজির হয়েছেন ফ্যাশানিস্তা পু হিসেবে, কখনও আবার তাঁকে দেখা গিয়েছে গীত হিসেবে। তবে এত চরিত্রের মাঝেও করিনার মনের খুব কাছের চরিত্র হল পুয়ের চরিত্রটি। শুধু কাছেরই নয়, এই চরিত্রে কাজ করা তাঁর কাছে খুব গর্বেরও।

‘কভি খুশি কভি গম’এর জনপ্রিয়তার পিছনে পু চরিত্রটির অবদান অনেকখানি ছিল। কিন্তু শুরুতে নাকি তাঁকে এই চরিত্রের জন্য ভাবাই হয়নি। পরে কাস্ট করা হয় রণধীর কন্যাকে। আর বাকিটা তো সকলের জানা। ‘কভি খুশি কভি গম’ রিলিজের ২২ বছর পরেও দর্শকমহলে পু’কে নিয়ে এখনও একই রকমের ক্রেজ রয়ে গিয়েছে।

Kareena Kapoor Khan, Poo, Kareena Kapoor Khan on Poo

সম্প্রতি একটি জুতো প্রস্তুতকারী সংস্থার উদ্বোধন করতে গিয়েছিলেন করিনা। সেখানে জুতোর আকারের একটি কেকও কেটে খান তিনি। সেই অনুষ্ঠানেই আইকনিক পু চরিত্র নিয়ে মুখ খোলেন সইফ-ঘরণী। করিনা সাফ বলেন, তিনি ছাড়া আর কেউ ‘পু’ চরিত্রে অভিনয় করতে পারতো না। এমনকি অন্য কারোর করা উচিত নয় বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে করিনার এই মন্তব্যের ভিডিও। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ‘কভি খুশি কভি গম’ পরিচালক করণ জোহরের জন্মদিনে একাধিক অভিনেত্রী পু সেজে হাজির হয়েছিলেন। এছাড়া ছবির বর্ষপূর্তির দিন দেখা গিয়েছিল করিনা অভিনীত এই আইকনিক চরিত্রটিকে কেন্দ্র করে রিল বানাচ্ছেন সারা আলি খান এবং জাহ্নবী কাপুর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥