• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দাকে চিরবিদায়! জন্মদিনে বড় সিদ্ধান্তের কথা জানালেন ‘মন ফাগুন’ খ্যাত শন

Published on:

No plan to to comeback in Serials soon Sean Banerjee Says on Birthday

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম হার্টথ্রব হিরো হলেন শন ব্যানার্জি (Sean Banerjee)। টেলিভিশনের  পরপর তিনটি সুপারহিট বাংলা সিরিয়ালের নায়ক হয়েই পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। তাই দর্শকদের কারও কাছে তিনি ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালের সিরাজ তো কারও কাছে ‘এখানে আকাশ নীল’এর ডক্টর উজান চ্যাটার্জী আবার কারও কাছে ‘মনফাগুন’ সিরিয়ালের ঋষি সেন।

প্রসঙ্গত এতদিনে অনেকেই হয়তো জানেন একসময় নিজের দমেই ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করলেও অভিনেতার রয়েছে আরও একটি পরিচয়। বাংলা সিনেমার স্বর্ণ যুগের অভিনেত্রী সুপ্রিয়া দেবীর (Supriya Devi) নাতি তিনি। এরই মধ্যে দেখতে দেখতে অভিনয় জগতে পার করে ফেলেছেন দীর্ঘ ৫ বছর।

Sean Banerjee on his comeback to television
বুধবার ছিল এই হ্যান্ডসাম হিরোর জন্মদিন। ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই প্রায় পাঁচ বছর পার করে ফেলেছেন শন। বর্তমানে এই অভিনেতার বয়স হল ২৮ বছর। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার মধ্যরারাত থেকেই আসতে শুরু করেছিল শুভেচ্ছা বার্তা । ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া জুড়ে প্রিয় অভিনেতাকে ভালোবাসার মরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। সকলের পাঠানো শুভেচ্ছা বার্তায় অভিভূত খোদ অভিনেতা নিজেও। তাই সবাইকে ধন্যবাদ জানাতে একটি লাইভ ভিডিওতে এসে ছিলেন তিনি নিজেই।


তবে এদিন অভিনেতা আনন্দবাজার অনলাইনে জানিয়েছেন নিজের জন্মদিন পালন করতে খুব একটা পছন্দ করেন না তিনি। বরং অন্য কারও জন্মদিন সেলিব্রেট করতে তার বেশি আনন্দ হয়। তবে বন্ধুরা তো ছাড়ার পাত্র নয় । তাই মঙ্গলবার রাতে আড্ডা আর এলাহী খাওয়া দাওয়া আয়োজন করে জমিয়ে বার্থডে সেলিব্রেশন করেছেন অভিনেতা। তবে বুধবারের গোটা দিনটা বাড়িতেই পরিবারের সদস্যদের সাথে সময় কাটিয়েছিলেন শন। রাতে মা আর দিদিকে নিয়ে গিয়েছিলেন ডিনারে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শন ব্যানার্জি,Sean Banerjee,মনফাগুন,Monphagun,সুপ্রিয়া দেবী,Supriya Devi,ঋষি সেন,Rishi Sen,সিরিয়াল ছাড়ছেন,Leave Serial

 তবে বাংলা সিরিয়ালে অভিনয়ের কথা বললে অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল মনফাগুন সিরিয়ালে। দেখতে দেখতে এক বছর হতে চলল টিভির পর্দায় শেষ হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। তারপর থেকে এখনও পর্যন্ত ছোট পর্দায় দেখা মেলেনি শনের। এপ্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে মুখ খুলেছিলেন অভিনেতা।
Sean Banerjee
এদিন অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল এখন কেন আর শনকে বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে না? কোনো রাখঢাক না রেখেই এ প্রসঙ্গে  অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, ‘আসলে এই মুহূর্তে আমি সিরিয়াল থেকে একটু বিরতি নিয়েছি। অন্য মাধ্যমগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি।’ আগামী মাসেই মুক্তি পাচ্ছে শন অভিনীত প্রথম ওয়েব সিরিজ় ‘হানিমুন’। কথাবার্তা চলছে নতুন প্রজেক্টেরও।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥