• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যতই রোমান্টিক সিন থাকুক অনস্ক্রিন চুমু খেতে নারাজ এই বলিউড নায়ক নায়িকারা

একটা সময়ে বলিউডে ছিল অনেক রাখ ঢাক, ক্যামেরার কারুকাজেই বুঝিয়ে দেওয়া হত অন্তরঙ্গ মুহূর্ত। কিন্তু আস্তে আস্তে অনেক ম্যাচিওর হয়েছে বলিউড। তারকারা রাখ ঢাক না রেখেই সাবলীল হয়েছেন বিছানার দৃশ্যে। চুমু থেকে অন্তরঙ্গ দৃশ্য বলিউডে এখন সবই চলে। তবে এদের মধ্যে এমন অভিনেতা অভিনেত্রী যাঁরা কোনোভাবেই অনস্ক্রিন চুমু খেতে চান না। বড়পর্দায় নো কিসিং পলিসি রয়েছে এঁদের৷ তাই সিন যতই রোমান্টিক হোক জেনে নিন বলিউডে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে আপত্তি রয়েছে কাদের?

সালমান খান

বলিউডের তাবড় অভিনেতাদের একজন ভাইজান। তার লভ লাইফ এবং ব্যক্তিগত জীবন সবসময়ের জন্যই বলিউডের হটকেক। রোমান্টিক দৃশ্যতেও তিনি সাবলীল, কিন্তু তাঁর একটাই বক্তব্য সিন রোমান্টিক যতই হোক চুমু খেতে তিনি পারবেন না।

তুষার কাপুর

জিতেন্দ্র পুত্র তুষার কাপুর মূলত কমেডি ছবিতেই অভিনয় করেন। তবে কমেডি ছবিতে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডাল্ট সিন থাকে। কিন্তু, অ্যাডাল্ট সিনেও
কোনোও দৃশ্যে তিনি চুম্বন করতে পারবেন না একথা সাফ জানিয়ে দেন তিনি।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহাও এই একই সিদ্ধান্ত অনড়। তিনি অভিনয়ে দর্শকদের মন জিতে লুটেরা হলেও চুম্বন দৃশ্যে রয়েছে তার বেজায় আপত্তি। তাই কোনো দৃশ্যে কিসিং সিনে তিনি থাকবেন না, এমনটাই শর্ত তার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥