গত ১ বছর ধরেই বলিউডের সবথেকে চর্চিত নাম রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে কার্যত ঝড় বয়ে গেছে অভিনেত্রীর উপর। তবে চর্চার শীর্ষে থাকলেও বলিউডে অভিনয়ের দক্ষতায় তিনি মোটেই বিশেষ নাম করতে পারেননি।
রিয়া চক্রবর্তী ভিজে বা ভিডিও জকি হিসাবে তার কেরিয়ার শুরু করেছিলেন। এর পরে তিনি একটি তেলেগু ছবি দিয়ে অভিনয়ের সূচনা করেছিলেন। এরপর ‘ মেরে বাবা কি মারুতি ‘ ছবিটি থেকে পরিচিতি পান তিনি। ২০১৩ সালে বলিউডে পা রাখার পর থেকে খুব বেশি ছবিতে অভিনয় করেননি রিয়া।
‘মেরে বাবা কি মারুতি’ এর পরে রিয়া বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করলেও খুব একটা সাড়া ফেলতে পারেননি। তবে তারপরে তিনি মহেশ ভট্টের ছবি জালেবি নিয়ে আলোচনায় আসেন। সেই থেকে রিয়া চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। তবে এটি তার উপার্জনকে খারাপভাবে প্রভাবিত করেছে একথা বলাই বাহুল্য।
caknowledge এর প্রতিবেদন অনুসারে, রিয়া চক্রবর্তীর মোট মূল্য 1.5 মিলিয়ন ডলার, যার অর্থ ভারতীয় মুদ্রা অনুসারে রিয়ার মোট মূল্য 11 কোটি টাকা। ফিল্ম ছাড়াও রিয়া ব্র্যান্ড এনডোর্সমেন্টস, স্টেজ শোয়ের মাধ্যমে আয় করেন। রিয়ার মাসিক উপার্জন আড়াই লাখ প্লাস। বছরের রিয়ার আয় রোজগার ৩০ লাখেরও বেশি।
বাণিজ্য বিশ্লেষকের প্রতিবেদন অনুসারে, রিয়া একটি চলচ্চিত্রের জন্য 30 লক্ষ টাকা নেয়। এর বাইরেও তিনি অনেক ব্র্যান্ডকে সমর্থন করেন। রিয়া বেশ কয়েকটি দাতব্য ট্রাস্টের সাথেও জড়িত যা মহিলা ভ্রূণ হত্যা প্রতিরোধে কাজ করে। অনেক গেম শোতে অংশ নিয়ে তিনি যে অর্থ উপার্জন করেন, তিনি এই ট্রাস্টগুলির জন্যও দেন।
রিয়ার মুম্বাইতে একটি ফ্ল্যাট রয়েছে যার দাম 85 লক্ষ। একই সময়ে, 2019 সালে, রিয়া জিপ কম্পাস এসইউভি কিনেছিল, যার দাম ছিল 23.11 লক্ষ টাকা। প্রসঙ্গত, খুব শিগগিরই পর্দায় ফিরবেন রিয়া চক্রবর্তী। জল্পনা চলছিল ‘চেহরে’ ছবির হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে স্বমহিমায় ফিরবেন বাঙালি অভিনেত্রী। ইমরান হাশমি ও অমিতাভ বচ্চনের মত বড় বড় নাম যুক্ত থাকায় এই ছবি যে যথেষ্ট হিট হবে, তা আগাম জানিয়েও দিয়েছিলেন বলিবিশেষজ্ঞরা। এমনকি এই ছবির ট্রেলারেও দেখা মিলেছে রিয়ার।