• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্রেকিং নিউজঃ করোনা পরিস্থিতিতে এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত হবে না বার্ষিক পরীক্ষা

Published on:

করোনা (Corona) মহামারীর জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠান, চলছে অনলাইন ক্লাস (Online Class)। প্রতিমাসে রাজ্যের পরিস্থিতি দেখে তবেই স্কুল কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। এমাসেও রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার আরো একটি বড় ঘোষণা করল মধ্যে শিক্ষা পর্ষদ (WBBSE)।

করোনাকালে হচ্ছে না ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো বার্ষিক বা ফাইনাল পরীক্ষা। এবছর বার্ষিক পরীক্ষা ছাড়াই সকল ছাত্র ছাত্রীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ন করে দেওয়া হবে। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

এছাড়াও নির্দেশিকায় বলে হয়েছে, স্কুল খোলা হলে পরবর্তী ক্লাসের ক্লাস চালু হলেও পূর্ববর্তী অর্থাৎ আগের ক্লাসের পড়া পড়ানো হবে। নতুন ক্লাসের পড়া চালু করার আগেই আগের ক্লাসের পাঠক্রম পড়িয়ে শেষ করতে হবে। এর সাথে সাথে পর্ষদের নির্দেশিকাতেই দশম শ্রেণীর ছাত্রদের উদ্দেশ্যেও কিছু নির্দেশ রয়েছে। এবছর অর্থাৎ ২০২১ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনোরকম টেস্ট পরীক্ষা দিতে হবে না। তবে, পরীক্ষার্থীরা তাদের নিজস্ব স্কুলে মক টেস্ট দিতে পারবে।

করোনা মহামারীর কারণে, রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  ব্যাঘাত ঘটেছে শিশুদের স্বাভাবিক পঠন পাঠনেও। অন্যদিকে এখনো পর্যন্ত রাজ্যে করোনা পরিস্থিতি সেভাবে নিয়ন্ত্রণে আসেনি। তাই এদিনের পর্ষদের এই নির্দেশিকা জারি। তবে, যেহেতু এবছরের মার্চ থেকে শুরু করে দীর্ঘ ৮ মাস পঠন পাঠন বন্ধ, তাই অনলাইন ক্লাস করানো হচ্ছে। কিন্তু বহু ছাত্রছাত্রীরাই স্মার্টফোন বা উপযুক্ত কানেকটিভিটির অভাবে তা থেকে বঞ্চিত হয়েছে। তাই পরবর্তী ক্লাসে উত্তীর্ন হলেও আগের ক্লাসের পাঠক্রম শেষ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥