• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিগবস শুরু হতেই বিতর্কের ঝড়! টিশার্টের ওপর মেয়েদের অন্তর্বাস পরে গোটা বাড়ি ঘুরলেন নিশান্ত

গবস মানেই বিতর্ক। বাড়ির মধ্যে কখনো লেগে আছে ঝগড়া অশান্তি, কখনোবা চলছে চুপিচুপি প্রেম। বিগবসের বাড়ির ভিতরে ঠিক কী চলছে তা জানতে ইতিমধ্যেই রোজ নিয়ম করে টিভির সামনে ভীড় জমাচ্ছে বিগবসের ভক্তরা। যতই সিজন বাড়ুক বিগবস নিয়ে মাতামাতিতে কিন্তু এক বিন্দুও ভাটা পড়েনি। সলমনের সঞ্চালনায় বিগবস ১৪ এক্কেবারে জমে ক্ষীর। রোজই নতুন নতুন কান্ড ঘটছে বিগবসের বাড়িতে।

কদিন আগে পবিত্র পুনিয়া আর রাহুল বৈদের চুমু নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এবার বিগবসের লাইমলাইটে নিশান্ত সিং মালখানি। টিশার্টের উপর মেয়েদের অন্তর্বাস পরেই বাড়ি মাতিয়ে রাখছেন নিশান্ত।

https://www.instagram.com/p/CGAn4tvH3W5/

বিগবসের খেলার নিয়ম অনুযায়ী, বিগবস বাড়ির তুফানি সিনিয়ররা যেকোনো প্রতিযোগীকে এক সপ্তাহের জন্য বাতিল ট্যাগিয়ে তাকে দিয়ে যা খুশি করাতে পারে। বাড়িতে ঢুকেই সেই বাতিল ট্যাগ কপালে জোটে নিশান্তের। শুধু তিনিই নন! নিশান্ত সহ আরও তিন জন অভাগার কপালে জোটে এই ট্যাগ। আর এই গেমের জেরেই টিশার্টের উপর মেয়েদের অন্তর্বাস পরতে হয় নিশান্তকে। যদিও নিশান্ত-ও ব্যাপারটাকে স্পোর্টিংলিই নিয়েছেন, তার কথায়, “নিজের নাম থেকে বাতিল ট্যাগ সরাতে যা করতে হয় করব”।

https://www.instagram.com/p/CGASzHRluSv/

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥