• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এত্ত ন্যাকা মেয়ে, খালি ন্যাকামি করে’ Didi No 1-এর মঞ্চে বোনের কথায় প্রেস্টিজ পাংচার নিপার

Published on:

মিঠাই,Mithai,পিলু,Pilu,মেঘা দাঁ,Megha Daw,নিপা,Nipa,ঐন্দ্রিলা সাহা,Oindrila Saha,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,বোন,Sister,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee

সারাদিন কাজের মধ্যে যে যতই ব্যস্ত থাকুন না কেন, বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সিরিয়াল প্রিয় দর্শকদের মনোরঞ্জন করতে কিন্তু বাংলা সিরিয়ালের জুড়ি মেলা কিন্তু ভার। তাই দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিয়েই এখন গোটা সপ্তাহজুড়ে চলতে থাকে নিত্যনতুন সিরিয়ালের মেলা। জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় এমনই ভিন্ন স্বাদের দুটি সিরিয়াল হলো ‘মিঠাই’ (Mithai) এবং ‘পিলু’ (Pilu)।

সম্প্রতি এই দুই সিরিয়ালের নায়িকা অর্থাৎ সকলের প্রিয় পিলু অভিনেত্রী মেঘা দাঁ (Megha Daw) এবং মিঠাই সিরিয়ালের নিপা (Nipa) অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)এসেছিলেন দিদি নাম্বার ওয়ান (Didi No 1)-এর মঞ্চে। প্রকাশ্যে এসেছে সেই পর্বের প্রমো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এদিন এই অভিনেত্রীরা একা আসেননি।  তাদের সাথেই হাজির হয়েছিলেন তাদের নিজের বোন (Sister)।

মিঠাই,Mithai,পিলু,Pilu,মেঘা দাঁ,Megha Daw,নিপা,Nipa,ঐন্দ্রিলা সাহা,Oindrila Saha,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,বোন,Sister,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee

ওই প্রোমোতেই  দেখা যাচ্ছে প্রথমেই নিজের অসাধারণ নৃত্য পরিবেশন করেন করে দেখাচ্ছেন পিলু সিরিয়ালের  নায়িকা নায়িকা মেঘা। প্রসঙ্গত মেঘা এবং ঐন্দ্রিলা দুজনেই অভিনয় জীবনে আসার আগে ছিলেন নৃত্যশিল্পী।  এবং তারা দু’জনেই উঠে এসেছেন জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকে।

মিঠাই,Mithai,পিলু,Pilu,মেঘা দাঁ,Megha Daw,নিপা,Nipa,ঐন্দ্রিলা সাহা,Oindrila Saha,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,বোন,Sister,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee

তবে এদিন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বাংলা টেলিভিশনের এই দুই মিষ্টি নায়িকার বোনরা যেভাবে তাদের হাটে হাঁড়ি ভাঙলেন তা দেখে হেসে গড়িয়ে পড়ছেন দর্শকরা। হাসি চাপতে পারেননি অনুষ্ঠানের সঞ্চালক স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায়ও। এদিন প্রথমে পিলু অভিনেত্রী মেঘার বোন সুলগ্না সাফ জানিয়ে দেন তার দিদি বাড়িতে কোন কাজ পারে না, বলতে গেলে একেবারে লবডঙ্কা!

মিঠাই,Mithai,পিলু,Pilu,মেঘা দাঁ,Megha Daw,নিপা,Nipa,ঐন্দ্রিলা সাহা,Oindrila Saha,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,বোন,Sister,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee

অন্যদিকে মিষ্টি নায়িকা ঐন্দ্রিলার আরো মিষ্টি বোন ঐন্দ্রাক্ষীকে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)  জিজ্ঞেস করেন  দিদিকে স্ক্রিনে কেমন লাগে তার? উত্তরে পুচকি ঐন্দ্রাক্ষী গড় গড়িয়ে বলতে শুরু করে ‘এত ন্যাকামি! ওতো এখানে শুধু ন্যাকামিই করে’। তবে এদিন আদো আদো গলায় ঐন্দ্রাক্ষীর কথা শুনে নেটিজেনদের মনে পড়ে গিয়েছে ছোট্ট ঐন্দ্রিলার কথা। তাকে দেখে সবাই বলছেন দুই বোনের মধ্যে অনেক মিল রয়েছে। তাদের চেহারার মিল তো বটেই কথা বলার স্টাইলেও মিল রয়েছে অনেক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥