ইদানিং বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Phuler Modhu)। এমনিতে বাংলা সিরিয়ালে সাংসারিক কুটকচালীর মতো বিষয় নতুন কিছু নয়। তাই শুরুতেই শাশুড়ি-বৌমার ঠোকাঠুকি দেখে বেশ বিরক্তি প্রকাশ করেছিলেন সিয়ালপ্রেমী দর্শকদের একটা বড় অংশ।
কিন্তু সময়ের সাথে সিরিয়ালের গল্প এগোনোর সাথেই ধীরে ধীরে মত বদলাচ্ছেন দর্শক। কারণ প্রথমত এই সিরিয়ালে প্রত্যেক বাড়ির এক্কেবারে রোজকার ঘটনা ফুটিয়ে তোলা হচ্ছে। যা মানতে খারাপ লাগলেও কোথাও না কোথাও সত্যি। তাছাড়া শাশুড়ি বৌমার পুরনো সেই কূটকচালির বাইরেও এই সিরিয়ালে বিশেষ গুরুত্ব পাচ্ছে নিয়মের বেড়াজাল ভেঙে নতুনকে সাদরে গ্রহণ করার বিষয়টিও।
যা মাত্র এই কয়েকদিনেই হয়ে উঠেছে এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি। তাই দর্শকদের বিশ্বাস দেরিতে হলেও আধুনিকতার মোড়কে সুন্দর-স্বচ্ছ চিন্তাভাবনাই পর্ণা(Parna)-র হাত ধরে একটু একটু করে জায়গা করে নেবে রক্ষণশীল ধ্যান ধারণার অধিকারী দত্ত বাড়িতে। ধারাবাহিকে নায়িকা পর্ণার চরিত্রে পল্লবী শর্মা এবং নায়ক সৃজনের (Srijan) চরিত্রে রুবেল দাস-এর সাবলীল অভিনয় বেশ ছাপ ফেলেছে দর্শকমহলে।