• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনেক হয়েছে ‘বাবুউউউ’! সৃজনের মায়ের কূটকূটানিতে বিরক্ত হয়ে শেষমেষ বন্দুক ধরল পর্ণা

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,নিম ফুলের মধু,Nim Phuler Modhu,পর্ণা,Parna,সৃজনের মা,Srijan Mother,মজার পোস্ট,Funpost,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

সদ্য জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Modhu)। নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে সবাই যখন সাংসারিক কুটকচালী মুক্ত নতুন স্বাদের সিরিয়াল আনার দিকে ঝুঁকছেন তখন বেশ  খানিকটা ঝুঁকি নিয়েই উল্টোপথে হেঁটেই শাশুড়ি বৌমার পুরনো সেই কূটকচালি আর পুরোনো নিয়মের বেড়াজাল ভেঙে নতুনকে সাদরে গ্রহণ করার বিষয়টিই হয়ে উঠেছে এই সিরিয়ালের অন্যতম ইউএসপি ।

তাই আধুনিকতার মোড়কে সুন্দর-স্বচ্ছ চিন্তাভাবনাই পর্ণার হাত ধরে একটু একটু করে জায়গা করে নিচ্ছে রক্ষণশীল ধ্যান ধারণার অধিকারী দত্ত বাড়িতে। সিরিয়ালে নায়িকা পর্ণার চরিত্রে অভিনয় করছেন ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা অভিনেত্রী পল্লবী শর্মা। অন্যদিকে নায়ক সৃজনের চরিত্রে দেখা যাচ্ছে ‘যমুনা ঢাকি খ্যাত’ জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস কে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নিম ফুলের মধু,Nim Phuler Modhu,পর্ণা,Parna,সৃজনের মা,Srijan Mother,মজার পোস্ট,Funpost,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

দর্শকদের অভিযোগ এই সিরিয়ালে সৃজনের মা একটু বেশিই নাকে কাঁদে। সারাক্ষণ ‘বাবুউউ’ বলতে অজ্ঞান তিনি। অন্যদিকে ছোট থেকেই খোলামেলা পরিবেশে বেড়ে ওঠা পর্ণা দত্ত বাড়ির বৌ হয়ে আফসার পর সেখানকার রক্ষণশীল মানসিকতার সাথে  একেবারেই খাপ খাওয়াতে পারছে না। এখন শ্বশুর বাড়িতে এসে সে যা-ই করতে চাচ্ছে তাতেই শাশুড়ির বাধা পেয়ে স্বাভাবিকভাবেই মন ভেঙে যাচ্ছে তার।

অন্যদিকে কথায় কথায় বাবুর মায়ের কখনও ছেলে বউয়ের ঘরে আড়িপাতা আবার কখনো অষ্টমঙ্গলায় সোজা ছেলে শ্বশুরবাড়ি গিয়ে হাজির হওয়া, এসব কান্ড কারখানা দেখে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন দর্শকরা। তবে শুধু দর্শকরা একা নন গোটা বিষয়টাই একেবারে অসহ্য হয়ে উঠেছে পর্ণার কাছেও। তাই এবার শাশুড়ির দিকে সোজা বন্দুক নিয়ে তেড়ে গেল সে!

Neem Phuler Modhu, Neem Phuler Modhu Parna

তবে চিন্তার কারণ নেই, আসলে গোটা বিষয়টাই এই সিরিয়ালের অনুরাগীদের কল্পনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে পর্ণার হাতে বন্দুক নিয়ে তাক করে রয়েছে, তারই শাশুড়ির দিকে। আর নতুন বউয়ের এই রূপ দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে সৃজনের মায়ের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নিম ফুলের মধু,Nim Phuler Modhu,পর্ণা,Parna,সৃজনের মা,Srijan Mother,মজার পোস্ট,Funpost,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে এটা আসলে পর্ণা নয় পল্লবী শর্মা অভিনীত কে আপন কে পর সিরিয়ালের নায়িকা জবার ছবি। সেই ছবির সাথেই সৃজনের মায়ের ছবি বসিয়ে তার সাথে মজার ক্যাপশন দিয়ে লেখা হয়েছে ‘বিগ ব্রেকিং নিউজ। নিম ফুলের মধু নিউ প্রোমো অন এয়ার! শাশুড়ির কুটনামিতে বিরক্তির শেষ সীমা তে পৌঁছে পর্ণা  গুলি করে দেয়ে বাবুর মা কে! গল্পের নতুন মোড়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥