গত বছরের শেষেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Modhu)। সিরিয়ালে দত্তবাড়ি অর্থাৎ পর্ণার শশুড়বাড়ির মধ্যযুগীয় ধ্যানধারণার মানুষজন দেখে বিশেষ করে সৃজনের মা আর জেঠুকে দেখে রাগে গা জ্বলে যাচ্ছে দর্শকদের। এছাড়া ‘বাবু’ অর্থাৎ সৃজন তো ইতিমধ্যেই ‘ভেঁড়া’-র তকমা পেয়েছে দর্শকমহলে।
আসলে সৃজন নিজে পর্ণা বোঝার চেষ্টা করলেও মায়ের সামনে এলেও গলা দিয়ে একটাও শব্দ বের হয় না তার। বিশেষ করে বিয়ে করে নতুন বৌ পর্ণা দত্ত বাড়িতে পা রাখতে না রাখতেই তার প্রতি শাশুড়ির আচরণ দেখে রীতিমতো বিরক্ত দর্শক। আর দর্শকদের এই রাগ, বিরক্তিই এই সিরিয়ালের কলাকুশলীদের কাছে পরম পাওনা।
তবে একেবারে নতুন এই সিরিয়াল নিয়ে শুরুতেই দর্শকমহলে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের দাবি এটাই বাস্তব। এখনও অনেকের ঘরে ঘরে এই রোজকার অশান্তিটাই দেখা যায়। তাই দর্শকদের একাংশের কথায় সেই বাস্তব জীবনের আয়নাই হয়ে উঠেছে এই সিরিয়াল। ধারাবাহিকে নায়ক সৃজনের (Srijan) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das) আর নায়িকা পর্ণার (Parna) চরিত্রে অভিনয় করছেন পর্দার জবা অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)।
সিরিয়ালে ‘বাবুর মা’ কৃষ্ণার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখার্জী। প্রসঙ্গত সিরিয়ালে অরিজিতা অভিনীত কৃষ্ণা চরিত্রটি একজন দজ্জাল শাশুড়ির। তবে বাস্তবে অবিবাহিত এই অভিনেত্রীর বয়স কিন্তু বেশি নয়। অভিনেত্রীর কথায় তিনি আর তাঁর পর্দার ‘বাবু’ অভিনেতা রুবেল দাস প্রায় সমবয়সী। শুটিং ফ্লোরে অফস্ক্রিন তাদের মধ্যে তুই তোকারিও চলে।
কিন্তু বাস্তব জীবনে বন্ধুর বয়সী একজন অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করতে খারাপ লাগে না? সম্প্রতি এ বিষয়ে ইউটিউব চ্যানেল টলি নিউজের সাথে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীর সপাট জবাব ‘দুঃখ করলে দুঃখ করার আর শেষ থাকবে না। তবে আমি সবসময় এইভাবে দেখার চেষ্টা করি যে, আমার বয়সী কটা মানুষ এই চ্যালেঞ্জ টা নিচ্ছে, অথবা আমার বয়সী কটা অভিনেতা সাহস করে বলছেন আমি এই চরিত্রটা করব’।