গত মাসের মাঝামাঝি সময়েই অর্থাৎ ১৪ই নভেম্বর টিভির পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Modhu)। নতুন এই সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনের পর্দায় কাম ব্যাক করেছেন ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। নতুন এই ধারাবাহিকে তার বিপরীতে জুটি বেঁধেছেন ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সঙ্গীত অভিনেতা রুবেল দাস (Rubel Das)।
একেবারে ভিন্ন স্বাদের ধারাবাহিকে এই নতুন জুটির নাম হয়েছে পর্ণা (Parna) এবং সৃজন (Srijan)। আজকালকার দিনে বেশিরভাগ নায়ক নায়িকাদের লাভ ম্যারেজের দুনিয়াতে এই সিরিয়ালে জোর দেওয়া হয়েছে একেবারে দেখে শুনে করা অ্যারেঞ্জ ম্যারেজ-এর ওপর। শুরু থেকেই দেখা যাচ্ছে এই সিরিয়ালের নায়িকা পর্ণার ভীষণ পছন্দ যৌথ পরিবার।
আর তার মনের মতোই এক যৌথ পরিবারে বড় হয়ে উঠেছে নায়ক তথা দত্ত বাড়ির ছেলে সৃজন। সিরিয়ালের বয়স বেশিদিন না হলেই এই অল্প কয়েকদিনেই দর্শকদের মনে বেশ ভালোই চাপ ফেলেছে এই জুটি।গত সপ্তাহেই তার ফল মিলেছিল হাতেনাতে। শুরুতেই ছক্কা হাঁকিয়ে টিআরপি তালিকায় একেবারে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল এই সিরিয়াল।
কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বৃহস্পতিবার প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় দেখা যাচ্ছে একেবারে এক ধাক্কায় ৬.৭ স্কোর নিয়ে একেবারে ষষ্ঠ স্থানে নেমে এসেছে সৃজন-পর্ণার নিম ফুলের মধু। এমিনিতে এখনকারদিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রে বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার ওপর নির্ভর করে পাল্টে যেতে পারে যে কোনো সিরিয়ালের টি আর পি স্কোর।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই মুহূর্তে সিরিয়ালে চলছে সৃজন-পর্ণার বিয়ের অনুষ্ঠান।তবে দেখেশুনে বিয়ে হলেও তাদের বিয়েতে কম বাঁধা আসেনি। পাত্রীপক্ষের বিরুদ্ধে খারাপ খাবার পরিবেশনের অভিযোগে পাত্র সৃজনকে বিয়ের মণ্ডপ থেকে টেনে নিয়ে গিয়েছিল তার জেঠু। কিন্তু শেষ পর্যন্ত মাঝপথে বিয়ে ভাঙতে অস্বীকার করে বিয়ের মণ্ডপে ফিরে আসে সৃজন। আর এদিন সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা হয়েছে সৃজন-পর্ণার বিয়ের একগুচ্ছ ছবি (Marriage Album)।