এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত নতুন সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Modhu)। এখনদিনের বাংলা সিরিয়ালে নায়ক নায়িকার প্রেম কিংবা পরকীয়া থেকে একেবারে আলাদা এই সিরিয়াল। বিশেষ করে শুরুতেই নায়ক সৃজন (Srijan) আর নায়িকা পর্ণা (Parna)’র একেবারে দেখেশুনে বিয়ে ঠিক থেকে শুরু করে পাকা দেখা এবং বর্তমানে বিয়ের ট্র্যাক গোটা বিষয়টাই বেশ মনে ধরেছে দর্শকদের।
নতুন এই সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনের পর্দায় কাম ব্যাক করেছেন ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। ধারাবাহিকে নায়িকা পর্ণার চরিত্রে তার সাবলীল অভিনয় পছন্দ করছেন দর্শকরাও। নতুন এই ধারাবাহিকে তার বিপরীতে জুটি বেঁধেছেন ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সঙ্গীত অভিনেতা রুবেল দাস (Rubel Das)। ফলে এই সিরিয়ালের হাত ধরেই এক নতুন জুটি উপহার পেলেন বাংলা টেলিভিশনের দর্শকরা।
হাতেগোনা মাত্র কদিন আগেই টিভির পর্দায় যাত্রা শুরু হয়েছিল এই সিরিয়ালের। এই অল্প দিনেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সিরিয়াল। এমনিতে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের একটা বড় অংশই ব্যস্ত থাকেন সিরিয়ালের নায়ক নায়িকাদের খুঁত বার করা থেকে নানা ধরণের চুলচেরা বিশ্লেষণে। কিছুদিন আগেই পুরোনো ফ্রিজ থেকে জুতো বার করে পরতে গিয়ে তুমুল ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন সিরিয়ালের নায়ক সৃজন।
এবার আবারও তিনিই উঠে এলেন শিরোনামে। কারণ সম্প্রতি সিরিয়ালে দেখা গিয়েছে বিয়ের পর বাসর রাতে পর্ণা গান গাওয়ার পর সকলের অনুরোধে বিশেষ করে বৌয়ের অনুরোধে জমিয়ে নাচ করেছে সৃজন। বাসর রাতে বরকে বলিউডের দাবাং সিনেমার টাইটেল ট্র্যাকে নাচতে দেখেই খুঁত ধরতে শুরু করেছেন দর্শকরা।একদল প্রশংসা করলেও কারও কারও প্রশ্ন বাসর রাতে এইভাবে নাচার এনার্জি বর পায় কি করে?
কেউ কেউ তো হেসেই গড়াগড়ি খেয়েছেন।এমনকি একজন দর্শক লিখেছেন এই নাচের দৃশ্য দেখে তিনি নাকি বিছানা থেকেই পড়ে যাচ্ছিলেন। এমনিতে একথা সকলেরই জানা সৃজন অভিনেতা রুবেল অভিনয়ে আসার আগে থেকেই নাচের সাথে যুক্ত। তাই সিরিয়ালের দৌলতে আবার তার নাচ দেখতে পেরে দারুন খুশি হচ্ছেন অভিনেতার অনুরাগীরা।