শুরুতেই ছক্কা হাঁকিয়ে সদ্য জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Modhu)। কিন্তু প্রথমে দর্শকমহলে ব্যাপক আশা জাগালেও ইতি মধ্যেই মোহভঙ্গ হয়েছে দর্শকদের। এমনিতেই মিঠাইকে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়ায় আগে থেকেই এই সিরিয়ালের ওপর রাগ পুষে রেখেছিলেন দর্শক।
আর তারওপর শুরুতেই শ্বাশুড়ি বৌমার কূটকচালি দেখে সেই রাগের মাত্রা গিয়েছে আরও বেড়ে। এখনকার দিনে দাঁড়িয়ে এমন মধ্যযুগীয় ধ্যানধারণার মানুষজন দেখে বিশেষ করে সৃজনের মা আর জেঠুকে দেখে রাগে গা জ্বলে যাচ্ছে দর্শকদের। বিয়ে করে নতুন বৌ পর্ণা দত্ত বাড়িতে পা রাখতে না রাখতেই তার প্রতি শাশুড়ির আচরণ দেখে রীতিমতো বিরক্ত দর্শক।
আবার অনেকের দাবি এটাই বাস্তব। এখনও অনেকের ঘরে ঘরে এই রোজকার অশান্তিটাই দেখা যায়। তাই দর্শকদের একাংশের কথায় সেই বাস্তব জীবনের আয়নাই হয়ে উঠেছে এই সিরিয়াল। তাই একেবারে নতুন এই সিরিয়াল নিয়ে শুরুতেই দর্শকমহলে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ধারাবাহিকে নায়ক সৃজনের (Srijan) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das) আর নায়িকা পর্ণার (Parna) চরিত্রে অভিনয় করছেন পর্দার জবা অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)।
শুরুতে টিআরপিতে ভালো রেজাল্ট করলেও ইদানিং নম্বর বেশ ভালোই কমে এসেছে সৃজন পর্ণার নিম ফুলের মধু’র। প্রসঙ্গত দিনের শেষে এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টি আর পি। তাই বেশি বেশি দর্শক টানতে বাংলা সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠার বিষয়টি একেবারেই নতুন নয়। এবার এই একই অভিযোগ উঠল জি বাংলার এই নতুন সিরিয়ালের ওপর।
আসলে ভালো টিআরপি পেতে সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো (New Promo)। এই প্রোমোটে দেখা যাচ্ছে সৃজন পর্ণার বিয়ের সাত দিনের মাথায় পুরোহিত এসেছে দত্তবাড়িতে। শুধু তাই নয় এরইমধ্যে পর্ণার সন্তানের মঙ্গল কামনায় শুরু হয়েছে পুজো। ভিডিওতে দেখা যাচ্ছে পুরোহিত সৃজনের হাতে একটা আংটি ধরিয়ে বলছেন সেটা পর্ণার শাড়ি বরাবর ফেলতে।
সেইসাথে এও বলা হচ্ছে ওই আংটি পর্ণার বাম অথবা ডান পায়ের পাশে পড়লে বোঝা যাবে ছেলে হবে নাকি মেয়ে হবে। কিন্তু সেই আংটি নিচে পড়ার আগেই তা ধরে নেয় পর্ণা। এরপর তার শাশুড়ি কারণ জানতে চাইলে পর্ণার পাল্টা প্রশ্ন ‘এই ব্রত তো সন্তানের মঙ্গল কামনায়। তাই ছেলে না মেয়ে তা জানার কি খুব দরকার’? কিন্তু বিয়ের সাত দিনের মাথায় সন্তানের মঙ্গল কামনায় বাড়িতে পুরোহিত আসতে দেখায় শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। অনেকে বলতে শুরু করেছে এবার দুরন্ত গতিতে পর্ণাও না প্রেগন্যান্ট হয়ে পড়ে।