• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরেই শুরু অত্যাচার! সেই আদ্যিকালের বস্তাপচা গল্প, শুরুতেই ক্ষোভের মুখে ‘নিম ফুলের মধু’

এখনকারদিনে বাংলা টেলিভিশনে নতুন সিরিয়াল শুরু হওয়া একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। প্রায় প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলে শুরু হচ্ছে নিত্যনতুন সিরিয়াল। এই যেমন গত সপ্তাহেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Madhu)।  এমনিতে এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। যার জেরে মাঝেমধ্যেই দেখা যায় গল্পের গরুও গাছে ওঠে।

যার জেরে সিরিয়াল শুরু হতে না হতেই সদ্য নেটিজেনদের ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন এই সিরিয়ালের নায়ক সৃজন (Srijan)। আসলে সদ্য সিরিয়ালের একটি দৃশ্যে তাকে ফ্রিজ থেকে জুতো বের করে পরতে দেখা গিয়েছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোল হয়নি। যদিও দর্শকদের অনেকেই সৃজনের পাশে দাঁড়িয়ে বলেছিলেন আসলে মধ্যবিত্ত বাঙালি বাড়িতে কোনো কিছুই ফেলা যায় না। এই দৃশ্যের মধ্যে দিয়ে সেকথাই বোঝানো হয়েছে।

   

নিম ফুলের মধু,Nim Fuler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,নতুন প্রোমো,New Promo

ইতিমধ্যেই  সিরিয়ালে দেখা যাচ্ছে সৃজন পর্ণার (Parna)বিয়ে পাকা হয়ে গিয়েছে। যদিও সৃজনের মা চায় না তার সাথে পর্ণার বিয়ে হোক। কিন্তু সৃজনের ঠাকুমার পর্ণাকে নাতবৌ হিসাবে খুবই পছন্দ। তাই  কুষ্ঠি বিচার করতে ইতিমধ্যেই পর্ণাকে দত্ত বাড়িতে ডেকে পাঠিয়েছেন তিনি। এরইমধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো (New Promo)।

সেই প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ে গিয়েছে পর্ণা আর সৃজনের। আর বিয়ের পর শশুরবাড়িতে পা রাখতেই ল্যাটা মাছের বদলে শিঙি মাছ ধরিয়ে দেওয়া হয়। আর সেই মাছের কাঁটায় হাত কেটে যায় নতুন বৌয়ের। যা নজরে পড়তেই বৌয়ের হাতে ব্যান্ডেজ লাগাতে আসে সৃজন। কিন্তু সে তো মায়ের অঞ্চলে বাঁধা ছেলে তাই মা ‘বাবু এদিকে আয়’ বলতেই বৌকেই ব্যান্ডেজ লাগাতে বলে চলে যায় সৃজন।
নিম ফুলের মধু,Nim Fuler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,নতুন প্রোমো,New Promo
আর এখনকার দিনেও বাংলা সিরিয়ালে এমন বস্তাপচা কনসেপ্ট দেখে খেপে লাল হয়ে গিয়েছেন দর্শক। এমনই একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় নতুন প্রোমোর কমেন্ট সেকশনে ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তুলেছেন   ‘এগুলো আজকালকার দিনের সিরিয়াল?মানে এই কনসেপ্ট গুলো কি আছে এখনও? এগুলো কি প্রমোট করা যায়’?
site