এখনকারদিনে বাংলা টেলিভিশনে নতুন সিরিয়াল শুরু হওয়া একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। প্রায় প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলে শুরু হচ্ছে নিত্যনতুন সিরিয়াল। এই যেমন গত সপ্তাহেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Madhu)। এমনিতে এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। যার জেরে মাঝেমধ্যেই দেখা যায় গল্পের গরুও গাছে ওঠে।
যার জেরে সিরিয়াল শুরু হতে না হতেই সদ্য নেটিজেনদের ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন এই সিরিয়ালের নায়ক সৃজন (Srijan)। আসলে সদ্য সিরিয়ালের একটি দৃশ্যে তাকে ফ্রিজ থেকে জুতো বের করে পরতে দেখা গিয়েছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোল হয়নি। যদিও দর্শকদের অনেকেই সৃজনের পাশে দাঁড়িয়ে বলেছিলেন আসলে মধ্যবিত্ত বাঙালি বাড়িতে কোনো কিছুই ফেলা যায় না। এই দৃশ্যের মধ্যে দিয়ে সেকথাই বোঝানো হয়েছে।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা যাচ্ছে সৃজন পর্ণার (Parna)বিয়ে পাকা হয়ে গিয়েছে। যদিও সৃজনের মা চায় না তার সাথে পর্ণার বিয়ে হোক। কিন্তু সৃজনের ঠাকুমার পর্ণাকে নাতবৌ হিসাবে খুবই পছন্দ। তাই কুষ্ঠি বিচার করতে ইতিমধ্যেই পর্ণাকে দত্ত বাড়িতে ডেকে পাঠিয়েছেন তিনি। এরইমধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো (New Promo)।