• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীলাঞ্জনা নয় সারেগামাপা-র যোগ্য বিজেতা অনন্যা, স্নিগ্ধজিৎ! বিচারকদের রায়ে ক্ষোভে ফুঁসছেন দর্শকেরা

Published on:

Nilanjana Ray,Saregamapa 2022,Saregamapa 2022 winner Nilanjana,Snigdhajit Bhowmik,Ananya Chakraborty,নীলাঞ্জনা রায়,সারেগামাপা,সারেগামাপা ২০২২,স্নিগ্ধজিৎ ভৌমিক,অনন্যা চক্রবর্তী,গানের রিয়্যালিটি শো

সম্প্রতি হয়ে গেল সারেগামাপা ২০২২ এর গ্রান্ড ফিনালে (Saregamapa 2022 Grand Finale)। আর বারের সারেগামাপা বিজেতা হল  বাংলার মেয়ে নীলাঞ্জনা রায়(Nilanjana Ray)। এবারের সিজেনে একাধিক বাংলার প্রতিভাধারীরা হাজির হয়েছিল গানের এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে। তবে বিজয়ীর ট্রফি হাতে নিয়ে শেষ হাসি হাসল বাংলার আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা। তবে বিচারকদের এই সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু নেটিজন আবার অখুশি।

Nilanjana Ray,Saregamapa 2022,Saregamapa 2022 winner Nilanjana,Snigdhajit Bhowmik,Ananya Chakraborty,নীলাঞ্জনা রায়,সারেগামাপা,সারেগামাপা ২০২২,স্নিগ্ধজিৎ ভৌমিক,অনন্যা চক্রবর্তী,গানের রিয়্যালিটি শো

সারেগামাপা এর মঞ্চে নীলাঞ্জনা ছাড়াও বাংলার মেয়ে অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty) ও ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik) ছিল সেরার লড়াইয়ে। অনন্যা বা স্নিগ্ধজিৎকে বিজয়ী হিসাবে দেখতে চেয়েছিলেন অনেকেই! কারণ কিছু নেটিজেনদের মতে নাকি তারাই আসল প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য। পশ্চিমবঙ্গের হুগলির রাজশ্রী এদিন দ্বিতীয় হয়েছে, অল্পের জন্য বিজয়ীর ট্রফি হাত ছাড়া হয়ে গিয়েছে তাঁর।

Nilanjana Ray,Saregamapa 2022,Saregamapa 2022 winner Nilanjana,Snigdhajit Bhowmik,Ananya Chakraborty,নীলাঞ্জনা রায়,সারেগামাপা,সারেগামাপা ২০২২,স্নিগ্ধজিৎ ভৌমিক,অনন্যা চক্রবর্তী,গানের রিয়্যালিটি শো

শুরু থেকেই অনন্যার গানে মুগ্ধ হয়েছিল শ্রোতা থেকে বিচারক সকলেই। বিশেষ করে অনন্যার হাতে একতারা, আর কালার ব্রিড করা হেয়ার স্টাইলে প্রথম থেকেই অন্যদের থেকে নিজেকে একটু আলাদা করে নিয়েছিল সে। বিচারকেরা প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করেছিল অনন্যার। কিছুদিন আগে অনন্যার পুষ্পা ছবির ‘সামি সামি’ গান ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো অনন্যা এই সিজেনের বিজেতা হতে পারে।

Nilanjana Ray,Saregamapa 2022,Saregamapa 2022 winner Nilanjana,Snigdhajit Bhowmik,Ananya Chakraborty,নীলাঞ্জনা রায়,সারেগামাপা,সারেগামাপা ২০২২,স্নিগ্ধজিৎ ভৌমিক,অনন্যা চক্রবর্তী,গানের রিয়্যালিটি শো

অন্যদিকে স্নিগ্ধজিৎ ও কোন অংশে কম নয় প্রথম থেকেই। জীবনে অনেক সংগ্রাম করে বড় হয়ে উঠেছে স্নিগ্ধজিৎ। মঞ্চে স্নিগ্ধজিৎ এর কাহিনী সবার চোখে জল এনে দিয়েছিল। বিচারক কুমার শানু, স্নিগ্ধজিৎকে উপাধি দিয়েছিলেন বেঙ্গল টাইগার। এবারের সারেগামাপাতে স্নিগ্ধজিৎ এর ভক্তদের সংখ্যাও বিপুল। কিন্তু শেষ পর্যন্ত সেরার ট্রফি পাওয়া হল না স্নিগ্ধজিতের। বদলে সেরা ৬ এই শেষ হল যাত্রা।

Nilanjana Ray,Saregamapa 2022,Saregamapa 2022 winner Nilanjana,Snigdhajit Bhowmik,Ananya Chakraborty,নীলাঞ্জনা রায়,সারেগামাপা,সারেগামাপা ২০২২,স্নিগ্ধজিৎ ভৌমিক,অনন্যা চক্রবর্তী,গানের রিয়্যালিটি শো

প্রসঙ্গত, বিজয়ী হয়ে নীলাঞ্জন ট্রফি ছাড়াও পেয়েছেন ১০ লাখ টাকার একটি চেক সহ অনেক কিছুই। অনন্যা ট্রফি পেয়ে বলেন, ‘আমি সা রে গা মা পা 2021 জিততে পেরে খুব খুশি এবং দর্শকদের কাছে তাদের সমস্ত প্রশংসা এবং ভালবাসার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এটি আমার জন্য এমন একটি পরাবাস্তব মুহূর্ত, এবং আমি সত্যিই বিশ্বাস করতে পারি না যে এই অবিশ্বাস্য যাত্রা শেষ হয়েছে। অবশ্যই, আমরা নিয়মিত যে ব্যাপক প্রশিক্ষণ এবং রিহার্সাল সেশনগুলি মিস করব। কিন্তু, সর্বোপরি, আমি সেই সমস্ত অমূল্য মুহূর্তগুলিকে লালন করব যা আমি আমার সহকর্মী প্রতিযোগীদের সাথে কাটিয়েছি, তাদের সাথে বন্ডিং করে তাদের উল্লাস করছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥