• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদের মাঝেই বিশেষ বার্তা! আকাশ ছোঁয়ার জন্য প্রস্তুত নুসরত স্বামী নিখিল জৈন

Published on:

Nusrat Nikhil Divorce Case Next Date

নিখিল জৈন (Nikhil Jain) ,টলিউড অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সাথে তাঁর সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই সরগরম পেজ থ্রির পাতা। উল্লেখ্য গতবছর পুজোর পর থেকেই ছাদ আলাদা হয়েছে নুসরাত নিখিলের। এরপর তৈরি হয় অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) নুসরত জাহানের বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন। এসবের মধ্যেই সামনে আসে অভিনেত্রীর গর্ভবতী হওয়ার খবর।

তবে তাঁর সন্তানের বাবা কে উত্তর মেলেনি এই প্রশ্নের। অপরদিকে নুসরতের গর্ভবতী হওয়ার খবর পেয়ে কার্যত আকাশ থেকে পড়েছেন নিখিল। তাঁর স্পষ্ট দাবি নুসরতের গর্ভে থাকা সন্তান তাঁর নয়। এপ্রসঙ্গে তিনি জানান ‘যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না , অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি’।

Nusrat Jahan husband Nikhil Jain meaningful post on Insta,Nusrat Jahan,Nikhil Jain,নুসরত জাহান,নিখিল জৈন,বিবাহ বিচ্ছেদ,Divorce,Tollywood,Instagram

এরপরেই নুসরত জাহান সংবাদমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়েছিলেন ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট,১৯৫৪’-এর আওতায় রেজিস্ট্রিশন হয়নি তাঁর ও নিখিলের বিয়ের। তাই নিখিল আদালতে যে বিচ্ছেদের মামলা করেছেন তা ভিত্তিহীন। কারণ অভিনেত্রীর দাবি তাঁরা শুধুমাত্র লিভ-ইন সম্পর্কে ছিলেন। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই আসে না।

Nikhil Jain নিখিল জৈন

এরপর নুসরতের সেই বিবৃতি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে,জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করেছিলেন কেন অভিনেত্রী? আর এই প্রশ্ন কে আরও জোরদার করে তুলতে বিজেপির অমিত মালব্য সংসদ ভবনে নুসরত জাহানের শপথবাক্য পাঠের ভিডিয়ো করেন। যেখানে দেখা যায় নুসরত স্পষ্ট ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত শপথবাক্য পাঠ করছেন। যদিও এসব প্রশ্নের কোনও উত্তর দেননি তৃণমূলের অভিনেত্রী সাংসদ। এছাড়া তাঁর সন্তানের বাবার পরিচয়ও প্রকাশ্যে আনার প্রয়োজন মনে করেননি অভিনেত্রী।

Nikhil Jain নিখিল জৈন

অন্যদিকে নিখিলের সাম্প্রতিক তম পোস্টটি বেশ ইঙ্গিতবহ হয়ে উঠেছে নেটিজেনদের কাছে। এদিন নিজের একটি ছবি পোস্ট করে নিখিল লিখেছেন, “আকাশ অপেক্ষা করছে। টেক অফের জন্য তৈরি।” হ্যাশট্যাগে লিখেছেন #নতুনগন্তব্য। যা দেখে নেটিজেনদের প্রশ্ন তাহলে কি এবার বিদেশ যাচ্ছেন নিখিল! এসবের মধ্যেই এ সবের মধ্যেই সম্প্রতি নিখিলের জৈনের নামে এক ফ্যানক্লাব গঠিত হয়েছে। সেই ফ্যান ক্লাবের বায়োতে নিখিলকে উদ্দেশ্য করে লেখা রয়েছে,’সদ্যোজাতর মতো নিষ্পাপ হাসি মানুষটার, এক কথার মানুষ, অধিকারের জন্য লড়ে, নাটকে পছন্দ করে ন।’ এই মুহূর্তে তাঁর সেই ফ্যান পেজের ফলোয়ার সংখ্যা২৬৩ জন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥