• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছিন্ন হতে বসেছে নুসরতের সাথে সম্পর্ক, নিখিলের সঙ্গী এখন কলকাতার রাস্তা আর বিরহের গান

টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া বিগত বেশ কিছুদিন অভিনেত্রী নুসরাত জাহান (nusrat jahan) রয়েছেন সবকিছুর শিরোনামে। মা হতে চলেছেন অভিনেত্রী, আকাশ এসেছি বেবি বাম্প সহ ছবি। অন্যদিকে নুসরাতের স্বামী নিখিল জৈনের (nikhil jain) মতে এই সন্তান তার নয়। এই নিয়ে বিস্তর বিতর্ক আর কাটাছেঁড়া বিশ্লেষণ হয়ে গিয়েছে। তবে জীবন কিন্তু থেমে নেই, নুসরত হোক বা নিখিল দুজনেই নিজের জীবন এগিয়ে নিচ্ছে চলেছেন নিজেদের মত করে।

নিখিলের সাথে বিয়ের সম্পর্কও অস্বীকার করেছেন নুসরত। যা শুনে নিখিল নিজেও চমকে গিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে নিখিল জৈনকে নুসরতের প্রাক্তন বললেই বোধহয় ভালো বলা হবে। নুসরতের দৌলতে সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয় উঠেছেন নিখিল। অনুগামীর সংখ্যা পেরিয়েছে ৫৪ হাজারেরও বেশি। মাঝে মধ্যেই নানান ছবি ভিডিও শেয়ার করে নেন অনুগামীদের সাথে।

   

Nusrat Jahan Nikhil Jain

সম্প্রতি রবিবারের সকালে একটি ভিডিও শেয়ার করেছেন নিখিল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। ভিডিওতে হুড খোলা গাড়িতে কলকাতার রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে নিখিলকে। আর সাথে রয়েছে বিরহ সংগীত। জুবিন নটিয়ালের গাওয়া ‘বেদরদিসে প্যায়ার কা সাহারা না মিলা’ গানটি বাজতে শোনা যাচ্ছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে।

নিখিল জৈন Nikhil Jain

সোশ্যাল মিডিয়াতে এই গানের সাথে নিখিলের ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে। তাছাড়া ইন্সটা স্টোরির মধ্যে দিয়েই  জীবনের টুকরো মুহূর্ত গুলি তুলে ধরেন নিখিল। কখনো জিম তো কখনো খুশি, রাগ, দুঃখ বা ক্ষোভ সবটাই অনুরাগীদের সাথে শেয়ার করে নেন তিনি। তাই এটা বলা যেতেই পারে যে নিখিলের মনের বিরহ প্রকাশ পেয়েছে এই ভিডিও স্টোরির মধ্যে দিয়ে।

প্রসঙ্গত, একসময় ধুম ধাম করে তুরস্কে গিয়ে করা  বিয়ে অস্বীকার করে দিয়েছেন অভিনেত্রী নুসরত। অথচ  দিব্যি বিবাহিতের মতোই জীবনযাপন করেছেন। এমনকি সাংসদ হিসাবে নিজে বিবাহিত এমনটাই পরিচয় দিয়েছিলেন অভিনেত্রী। তাই বিয়েটা মিথ্যে বলে দারুন বিপাকে পড়েছিলেন অভিনেত্রী। এরপর বর্তমানে অভিনেত্রীর মা হবার ঘটনায় রীতিমত শোরগোল পরে গিয়েছে টলিপাড়ায়।

site