সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমের পেজ থ্রীতে এখন হট টপিক নুসরত জাহান (Nusrat Jahan)। প্রথমে ছিল বিবাহ বিচ্ছেদ এখন সেসব অতীত! একদিনে মা হবার মত খুশির খবর অন্যদিকে নিখিল জৈনের (Nikhil Jain) সাথে বিদেশের রাজকীয় বিয়ে নাকি বিয়েই নয়। এই সমস্ত বিষয় নিয়েই তোলপাড় চলছে টলিপাড়ায়। এবার নাম না করেই নিখিলের ইনস্টাগ্রাম ওয়ালে দেখা গেল কড়া বার্তা।
সম্পর্কের টানা পোড়েন আগেই প্রকাশ্যে এসেছিল কিন্তু এবার ধীরে ধীরে তা আরও জটিল হচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিখিল একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে লেখা আছে, ”ভয় করোনা, সত্যিটা ঠিক সময়ে প্রকাশ পাবে!’ যদিও কারোর নাম নেই এই বার্তায় তবে মনে করা হচ্ছে নুসরতকে উদ্দেশ্য করেই এই বার্তা দেওয়া হয়েছে।
অভিনেত্রী নুসরতের দাবি, তুরস্কে গিয়ে নিখিলের সাথে যে পদ্ধতিতে বিয়ে সেরেছিলেন সেটা ছিল অবৈধ। ভারতীয় নিয়ম বা হিন্দু-মুসলিম ধর্মের সামাজিক নিয়ম কোনোটাই মেনে হয়নি এই বিয়ে। যদি নিয়ম মেনে বিয়েই না হয়ে থাকে তাহলে বিবাহ বিচ্ছেদের কথা আসছে কোথা থেকে!
এদিকে নিখিলের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ, তার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়েছেন নিখিল। এছাড়াও নুসরতের গয়না, পোশাক, ব্যাগ আটকে রেখেছেন নিখিলের পরিবার। এই অভিনয় একেবারে ভিত্তিহীন বলে জানিয়েছে নিখিল জৈন। তার মতে পরিবারের প্রত্যেকেই নুসরতকে খুব ভালোবাসেন।
নিখিলের মতে গতবছর একটি ছবির শুটিংয়ের পর থেকেই পাল্টে যায় নুসরত। আচরণে বদল এসেছিল অভিনেত্রীর এরপর গতবছরের ৫ই নভেম্বর নিখিলের বাড়ি ছেড়ে চলে যান অভিনেত্রী। তারপর থেকে আর নিখিলের কাছে জাননি নুসরত। অবশ্য মাঝে অভিনেতা যশের সাথে ব্যাপক প্রেমের গুঞ্জন উঠেছিল নুসরতের। এরই মধ্যে আবার মা হবার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। এখন কি হতে চলেছে সেটা আগামী দিনেই দেখা যাবে।