• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সম্পর্কে ভাঙ্গনের মাঝেই বোমা ফাটালেন নুসরতে জাহানের স্বামী নিখিল জৈন

Published on:

Nikhil Jain নিখিল জৈন Nusrat Jahan নুসরত জাহান

টলিউডের অভিনেত্রী তথা বর্তমান শাসকদল তৃণমূলের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। অভিনয় জগৎ ও রাজনৈতিক কেরিযার দুটোকেই বেশ ভালোমতই সামাল দিচ্ছিলেন অভিনেত্রী। এদিকে সংসার গুছিয়ে ফেলেছিলেন, ২০১৯ সালে নিখিল জৈন (Nikhil Jain) এর সাথে বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের দুবছর ঘুরতে না ঘুরতেই তাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভাঙ্গনের ইঙ্গিত মিলেছে।

Nikhil Jain Nusrat Jahan

টলিপাড়ায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর পর এবার নুসরত জাহানকে নিয়ে গুজব ও আলোচনা তুঙ্গে। কারণ স্বামী নিখিল জৈনের সাথে দূরত্ব বাড়লেও অভিনেতা যশ দাশগুপ্তের সাথে প্রায় খুল্লাম খুল্লা প্রেমে মেতেছেন নুসরত। ইদানিং প্রায়শই দুজনকে একত্রে দেখা যাচ্ছে, বা বলা ভালো প্রায় সর্বদাই একত্রে আছে এই দুই তারকা। অনেকেই মনে করছেন এবার শ্রাবন্তী যেমন বিবাহ বিচ্ছেদ করে দ্বিতীয় বিবাহ করেছিলেন, সেই পথেই হয়তো রয়েছেন নুসরত।

নুসরত জাহান যশ দাশগুপ্ত Nusrat Jahan Yash Dasgupta

কখনো যশ দাশগুপ্তের সাথে বোল্ড ফটোশুট, তো কখনো ঘুরতে যাওয়া লেগেই রয়েছে। এমনকি দক্ষিনেশ্বরেও গিয়েছিলেন নুসরত ও যশ কিন্তু ঠিক কি কারণে তা এখনো জানা যায়নি। তবে, এতো কিছু সত্ত্বেও এত দিন ধরে মুখে কুলুপ এঁটে ছিলেন নুসরতের স্বামী নিখিল জৈন। তাঁকে  তাদের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

Nikhil Jain নিখিল জৈন

কিন্তু এবার একটু অন্যভাবে মুখ খুললেন নিখিল। বর্তমানে হিমাচল প্রদেশের উদেশ্যে রওনা দিয়েছেন নিখিল জৈন। রোড ট্রিপেই বেরিয়ে পড়েছেন ছুটি কাটানোর উদেশ্যে, আর সাথে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবিও শেয়ার করেচলেছেন প্রতিনিয়ত। কখনো হিমাচলের অসাধারণ পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে তো কখনো আবার পাহাড়ের বুকে সেলফি তুলে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।

Nikhil Jain নিখিল জৈন Nusrat Jahan নুসরত জাহান

তবে সম্প্রতি, নিখিল জৈন একটি ছবি শেয়ার করেছেন যেটা নজর কেড়েছে দর্শকদের। ছবিটি আসলে একটি সেলফি, ছবিতে জ্যাকেট পরে সানগ্লাস চোখে দেখা যাচ্ছে নিখিলকে। তবে, ছবির থেকেও বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন। ছবি শেয়ার করে নিখিল লিখেছেন, ‘জীবন হল একটা বুমেরাং-এর মত, যেটা তুমি দেবে সেটাই তুমি ফেরত পাবে’! তাহলে কি ছবির ক্যাপশনে হালকা করে নুসরাতকে খোঁচা দিলেন নিখিল ? এর যথাযথ ব্যাখ্যা এখনো অধরাই। তবে, ক্রমশ দিন এগোলেই এর সদুত্তর মিলবে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥