বাংলা টেলিভিশনের জগতে বেশ জনপ্রিয় একজন অভিনেতা হলেন ঋজু বিশ্বাস (Riju Biswas)। যদিও ছোটপর্দার দর্শকদের কাজে আজও তিনি নিখিল নামেই বেশি জনপ্রিয়। ইদানিং সময়টা বেশ ভালই যাচ্ছে এই টেলি অভিনেতার। একদিকে বাংলা সিরিয়াল অন্যদিকে বড় পর্দায় অভিনয়ের সুযোগ। নতুন বছরের শুরুতে এভাবেই অনুরাগীদের মন ভালো করে দিলেন অভিনেতা।
এমনিতে টেলিভিশনের পর্দায় কত সিরিয়াল যায় আর আসে। কিন্তু এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও প্রিয় চরিত্রদের ভুলতে পারেন না দর্শক।বাংলা টেলিভিশনের এমনই একটি জনপ্রিয় এগ সিরিয়াল ছিল রিজু অভিনীত বৌ কথা কও। একটা সময় ঘড়ির কাঁটা সন্ধ্যা সাতটার ঘরে যেতেই স্টার জলসার পর্দায় নিখিল মৌরির বৌ কথা কও দেখার জন্য সব কাজ ছেড়ে বসে যেতেন দর্শক।
জনপ্রিয় এই সিরিয়ালে ঋজুর বিপরীতে মৌরি চরিত্রে জুটি বেঁধেছিলেন টেলি অভিনেত্রী মানালি দে (Manali Dey)।তাদের দুজনেরই এটাই ছিল প্রথম কাজ। প্রথম সিরিয়ালে তাদের জুটি এতটাই হিট হয়েছিল যে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার এত বছর পরও দর্শকদের মুখে মুখে ঘরে পর্দার নিখিল মৌরীর গল্প। প্রসঙ্গত কিছুদিন আগেই গোধূলি আলাপ সিরিয়ালে অভিনয় করেছিলেন ঋজু।
যদিও ইতিমধ্যেই এই সিরিয়ালে মৃত্যু দেখানো হয়েছে তার। এরই মধ্যেই টেলিপাড়ায় জোর গুঞ্জন বউ কথা কও সিরিয়ালের পুরনো নায়িকা মৌরি অভিনেত্রী মানালি দের সাথে খুব তাড়াতাড়ি টার জলসার নতুন মেগায় কামব্যাক করছেন ঋজু। এবিষয়ে নিশ্চিত খবর না মিললেও এরই মধ্যে ভক্তদের অন্য এক সুখবর দিলেন অভিনেতা।
নতুন বছরের শুরুতেই আগামী দিনে আসছে ঋজুর সিনেমা ‘সিঁড়ি’। ইতিমধ্যেই নাকি এই সিনেমার শুটিং কিছুটা সম্পন্ন হয়েছে। এই সিনেমায় তার বিপরীতে থাকছেন অভিনেত্রী তুহিনা দাস (Tuhuna Das)। এই প্রজন্মের মানুষের জীবনের সম্পর্ক কথাটার মানে খুঁজবে এই সিনেমা।
আজ অর্থাৎ ৭ জানুয়ারি থেকে শুরু হবে এই সিনেমার পরবর্তী শুটিং। সিনেমার ঋজু ছাড়াও থাকছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, মানসী সিংহ সহ এক ঝাঁক পরিচিত অভিনেতা অভিনেত্রী। প্রসঙ্গত এটাই কিন্তু ঋজু অভিনীত প্রথম সিনেমা নয়, ইতিপূর্বে তিনি ‘চিড়িয়াখানা’,’ছোঁয়া’র মতো বেশ কিছু সিনেমার অভিনয় করেছেন।