• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই পর্দায় ফিরছে নিখিল-মৌরি জুটি! ‘বউ কথা কও ২’ নিয়ে মুখ খুললেন পর্দার ‘নিখিল’ ঋজু বিশ্বাস

Published on:

Bou Kotha Kou Nikhil Mouri Comeback actor Riju Biswas reveals date

বাংলা টেলিভিশনে এমন বহু সিরিয়াল (Bengali serial) রয়েছে যেগুলি শেষ হয়ে যাওয়ার বহু বছর পরেও দর্শকদের মনে গেঁথে থাকে। ধারাবাহিক শেষ হয়ে গেলেও জনপ্রিয়তা থাকে অটুট। এমনই একটি সিরিয়াল হল ‘বউ কথা কও’ (Bou Kotha Kou)। নিখিল-মৌরির জুটিকে এখনও প্রচণ্ড মিস করেন দর্শকরা।

আজ থেকে প্রায় ১৪ বছর আগে স্টার জলসায় সম্প্রচারিত ‘বউ কথা কও’। প্রায় দেড় দশক পরেও দর্শকদের কাছে সমান জনপ্রিয় ‘মৌখিল’ জুটি। নিখিলের (Nikhil) চরিত্রে জনপ্রিয় টেলি অভিনেতা ঋজু বিশ্বাস (Riju Biswas) এবং মৌরির (Mouri) চরিত্রে নামী টেলি নায়িকা মানালি দে’র (Manali Dey) অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শক-মনে। এখনও তাঁদের একসঙ্গে দেখতে চান দর্শকরা।

Nikhil Mouri Bou Kotha Kou duo might comeback soon

‘বউ কথা কও’এর মৌরিকে দর্শকরা শেষবার দেখেছেন ‘ধুলোকণা’ ধারাবাহিকে। সেখানেও ফুলঝুরির চরিত্রে মানালির অভিনয় দর্শকদের বেশ ভালোলেগেছিল। অপরদিকে পর্দার নিখিলকে দেখেছেন ‘গোধূলি আলাপ’এ। তবে আপাতত দুই শিল্পীই কোনও সিরিয়ালে অভিনয় করছেন না। ‘ধুলোকণা’ শেষ হয়ে গিয়েছে এবং ‘গোধূলি আলাপ’এ ঋজুর চরিত্রটির মৃত্যু হয়েছে।

এসবের মাঝেই শোনা যায়, শীঘ্রই নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন মানালি। অভিনেত্রী নিজে এই গুঞ্জনে শিলমোহর দেন। এরপর জানা যায়, মানালির বিপরীতে এই সিরিয়ালে অভিনয় করবেন এক জনপ্রিয় অভিনেতা। তখন থেকেই ‘মৌখিল’ অনুরাগীরা জল্পনা শুরু করেন নিখিল-মৌরি জুটির কামব্যাকের।

Bou Kotha Kou

সম্প্রতি ‘বউ কথা কও’ জুটির কামব্যাক নিয়ে একটি নামী সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন নিখিল অভিনেতা ঋজু। টলি গসিপের সঙ্গে আলাপচারিতার সময় অভিনেতা বলেন, এটি সম্পূর্ণভাবে একটি জল্পনা। এমন কোনও খবর তাঁর কাছে কিংবা মানালির কাছে নেই। পর্দার নিখিল এখন কোনও ধারাবাহিকে কাজ করছেন না। তাঁর কাছে একটি সিনেমার কাজ রয়েছে।

Riju Biswas

ঋজুর কথায়, জল্পনার ফলে এখন ভালোলাগলেও, পরে যখন এটি সত্যি হবে না তখন সকলের মন খারাপ হবে। সবটাই নির্ভর করে চ্যানেলের সিদ্ধান্তের ওপর। চ্যানেল যদি এমন কিছু ঠিক না করে থাকেন, তাহলে শেষ পর্যন্ত খারাপ লাগেই বলে জানান অভিনেতা। তবে ‘বউ কথা কও’ শেষ হওয়ার এত বছর পরেও দর্শকরা যে নিখিল-মৌরি জুটিকে এতটা ভালোবাসেন তা দেখে মুগ্ধ ঋজু। তবে অভিনেতা জানান, ‘বউ কথা কও’এর পরবর্তী কোনও পার্ট আসবে কিনা তা সম্পূর্ণভাবে চ্যানেলের সিদ্ধান্ত। আপাতত অভিনেতা ব্যস্ত রয়েছে নিজের প্রথম টলিউড ছবি ‘সিঁড়ি’র কাজ নিয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥