• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের মণ্ডপে ‘মেরা সাইয়া সুপারস্টার’ গানে তুমুল নাচ কণের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

প্রেমের সম্পর্কের পরিণতি মানে বিয়ে (Wedding)। আর বিয়ের পরেই বাড়ে দায়িত্ব, বলতে গেলে জীবনের মানেটাই বদলে যায় বিয়ের পরে। বিয়েরপরে নতুন সংসার নতুন ঘরের চিন্তায় চিন্তিত হয়ে পড়েন অনেক মেয়েই। আসলে এটা অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক।তবে, কিছু কাপল আবার বিয়ের আগেও যেমন মজায় থাকেন তেমনি বিয়ের পরেও বেশ মজায় থাকেন।

বিয়ে মানেই জাঁকজমক আলোয় সাজানো এক অনুষ্ঠান। কতশত লোক নিমন্ত্রিত হয়ে অতিথি হিসাবে আসেন ওই দিনে। বর বৌকে আশীর্বাদ করেন, সমস্ত সময়  বিয়ের বধূকে দেখা যায় লজ্জায় লাল হয়ে থাকতে। কিন্তু সে ধারণা এখন পাল্টাচ্ছে। আজকাল বিয়েতে বেশ বিন্দাস থাকতে দেখা যায় বিয়ের বর ও কণেকে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, বিয়ের শেষে বিদায় বেলার একটি মুহূর্ত। যেখানে গতানুগতিকভাবে বাপের বাড়ি ছেড়ে যাবার সময় বিয়ের কণের কান্নার বদলে মুখের হাসি দেখা গিয়েছিল।

   

এবার, সোশ্যাল মিডিয়াতে একটি বিয়ের বাড়ির ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে সমস্ত টেনশন ভুলে তুমুল নাচে মেতেছেন নতুন বৌ। হিন্দি গান ‘মেরা সাইয়া সুপারস্টার’ গানে অতিথিদের সামনেই তুমুল নাচতে শুরু করেছেন। আর ইশারায় সাইয়া বলতে নিজের বরকে পেয়ে যে তিনি কতটা খুশি তা প্রকাশ করেছেন। বিয়ের দিনে নো টেনশন মুডে নববধূর এই নাচ নজর কেড়েছে সক্কলের।

নববধূর এই তুমুল নাচের ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল এই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ বাহবা দিয়ে প্রশংসা করেছেন তো কেউ আবার বেজায় চটে গিয়েছেন। আসলে বিয়ের কণেকে সকলে লজ্জা মাখা দেখেই অভস্ত। তবে, গতানুগতিক প্রথা ভেঙে নতুন বৌ এর এই নাচ বেশ মনে ধরেছে অনেকেরই।

https://youtu.be/BA2iSia2-y8