• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যাট,পত্রলেখা থেকে অনুষ্কা,জনপ্রিয় নায়িকা হয়েও ভোলেননি সংস্কৃতি! নিয়ম মেনে পরেন সিঁদুর

চারদিকে এখন বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে বলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেক তারকাই গাঁটছড়া বেঁধেছেন এবং এমন অনেকেই রয়েছেন যারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। একদিকে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা এবং কাইফ ভিকি কৌশল সদ্য তাদের রাজকীয় বিয়ে সেরেছেন। তাদের পরেই জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে তার দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সাথে গ্রান্ড ওয়েডিং সেরে নতুন বিবাহিত জীবন শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়ায় দৌলতে তুমুল ভাইরাল হয়েছে এই সেলিব্রেটি দম্পতিদের বিয়ের ছবি। এমনকি বিয়ের পরেও পাপারাৎজির ক্যামেরা পিছু ছাড়ছে তাদের। কিছুদিন আগেই বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে মুম্বই ফিরে এসে ক্যামেরাবন্দি হয়েছিলেন ক্যাট-ভিকি। নববধূ ক্যাটরিনার সেই ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল।এরপরেই বিয়ের পর টেলি অভিনেত্রী অঙ্কিত লোখান্ডের ছবিও ব্যাপক ভাইরাল হয়। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে বিয়ের পর নববধূর সাজে ভাইরাল হওয়া এমনই কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা।

   

১) অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)

নববধূ,New Bride,সিঁদূর পরা লুক,Sindur Look,অঙ্কিতা লোখান্ডে,Ankita Lokhande,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,পত্রলেখা পাল,Patralekha Paul,ইয়ামি গৌতম,Yami Gautam,প্রিয়ঙ্কা চোপড়া,Priyanka Chopra,বলিউড,Bollywood,আনুষ্কা শর্মা,Anushka Sharma

টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সম্প্রতি তার দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সাথে গাঁটছড়া বেঁধেছেন। বিয়ের পর স্বামী ভিকি জৈনের সাথে নীল শাড়িতে অঙ্কিতার ফটো এবং ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিঁথিভর্তি চওড়া সিঁদুরে নববধূর সাজে দারুন লাগছে অঙ্কিতাকে।

২) ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)

নববধূ,New Bride,সিঁদূর পরা লুক,Sindur Look,অঙ্কিতা লোখান্ডে,Ankita Lokhande,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,পত্রলেখা পাল,Patralekha Paul,ইয়ামি গৌতম,Yami Gautam,প্রিয়ঙ্কা চোপড়া,Priyanka Chopra,বলিউড,Bollywood,আনুষ্কা শর্মা,Anushka Sharma
চলতি বছরের শেষে সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে আজীবনের জন্য এক হয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তাদের বিয়ে নিয়ে শুরু থেকেই পেজ থ্রির পাতা ছিল সরগরম। বিয়ছর পর নববধূর সাজে সালোয়ার কামিজ পরা ক্যাটরিনার ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে সকলের নজর কেড়েছে ভিকি কৌশলের ব্রিটিশ বৌয়ের মাথার চওড়া সিঁদুর।

৩) পত্রলেখা পাল (Patralekha Paul)

নববধূ,New Bride,সিঁদূর পরা লুক,Sindur Look,অঙ্কিতা লোখান্ডে,Ankita Lokhande,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,পত্রলেখা পাল,Patralekha Paul,ইয়ামি গৌতম,Yami Gautam,প্রিয়ঙ্কা চোপড়া,Priyanka Chopra,বলিউড,Bollywood,আনুষ্কা শর্মা,Anushka Sharma
১১ বছরের সম্পর্ককে পরিণতি দিয়ে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী পত্রলেখা পাল এবং রাজকুমার রাও। সদ্য তাদের বিয়ের এক মাস হয়েছে। বিয়ের পর রিসেপশনের দিন, পত্রলেখাকেও চওড়া করে সিঁদুর পরতে দেখা গিয়েছিল। নববধূর সাজে পত্রলেখার এই লুক ব্যাপক পছন্দ করেছিলেন নেটিজেনরা।

৪)ইয়ামি গৌতম (Yami Gautam)

নববধূ,New Bride,সিঁদূর পরা লুক,Sindur Look,অঙ্কিতা লোখান্ডে,Ankita Lokhande,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,পত্রলেখা পাল,Patralekha Paul,ইয়ামি গৌতম,Yami Gautam,প্রিয়ঙ্কা চোপড়া,Priyanka Chopra,বলিউড,Bollywood,আনুষ্কা শর্মা,Anushka Sharma
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমও চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন ‘উরি’ খ্যাত পরিচালক আদিত্য ধরের সাথে। বিয়ের পর ইয়ামি গৌতমের সিঁদুর পরা ছবি ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । এই ছবিতে তাকেও খুব সুন্দর দেখতে লাগছিল।

৫) প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)

নববধূ,New Bride,সিঁদূর পরা লুক,Sindur Look,অঙ্কিতা লোখান্ডে,Ankita Lokhande,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,পত্রলেখা পাল,Patralekha Paul,ইয়ামি গৌতম,Yami Gautam,প্রিয়ঙ্কা চোপড়া,Priyanka Chopra,বলিউড,Bollywood,আনুষ্কা শর্মা,Anushka Sharma
বিটাউনের দেশি গার্ল বলে পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তিন বছর আগে ২০১৮ সালে আমেরিকান পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করেছিলেন। বিয়ের পর প্রিয়াঙ্কা বর্তমানে বিদেশে থাকলেও এখনও মন থেকে তিনি ভারতীয়,তাই দেশীয় ঐতিহ্য মেনে মাঝে মধ্যেই তাকে সিঁদুর পরতে দেখা যায়।

৬) আনুষ্কা শর্মা (Anushka Sharma)

নববধূ,New Bride,সিঁদূর পরা লুক,Sindur Look,অঙ্কিতা লোখান্ডে,Ankita Lokhande,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,পত্রলেখা পাল,Patralekha Paul,ইয়ামি গৌতম,Yami Gautam,প্রিয়ঙ্কা চোপড়া,Priyanka Chopra,বলিউড,Bollywood,আনুষ্কা শর্মা,Anushka Sharma

আজ থেকে ৪ বছর আগে ২০১৭ সালে বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা বিয়ে করেছিলেন। বিয়ের পর রিসেপশনের দিনেই অনুষ্কাকে প্রথম তার সিঁদুর লুকে দেখা গিয়েছিল। লাল টুকটুকে বেনারসি সাথে সিঁদুর পরে অনুষ্কাকে দারুন সুন্দর দেখাচ্ছিল। এছাড়া ভারতীয় সংস্কৃতি মেনে মাঝে মধ্যেই নানা অনুষ্ঠানে সিঁদুর পরে থাকতে দেখা যায় অভিনেত্রী কে।

site