• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোহরের জীবনে নতুন পুরুষ! শঙ্খ স্যার কে ভুলে কার প্রেমে পড়লেন সোণামনি

Published on:

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মোহর গত দুই সপ্তাহ ধরেই টিআরপি দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। আর নিয়ম করে টিভির সামনে বসে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ধারাবাহিকের পরবর্তী টুইস্টের জন্য। ধারাবাহিকের নায়ক নায়িকা এখন দর্শককূলের বেশ পছন্দের জুটি।

দিনকয়েক আগেই ‘মোহর’ সিরিয়ালের শঙ্খ স্যার ওরফে প্রতীক সেন গুরুতর অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদিও এখন তিনি বেশ সুস্থই রয়েছেন। কিন্তু শঙ্খ স্যার অসুস্থ আর ওদিকে কোনোও হেলদোলই নেই মোহরের।

সম্প্রতি সোনামণির ভাইরাল একটি ভিডিওতে তাকে বেশ উরু উরু মেজাজেই দেখা গেছে। ‘দিল কিঁউ এ মেরা’ গানটিতে ভিডিও করেছেন অভিনেত্রী। নেটপাড়ায় এখন একটাই জল্পনা তবে শঙ্খ স্যারের উপর থেকে মন উঠল তার? প্রেমে পড়লেন মোহর? এতদিন শঙ্খ আর মোহরের দূরত্ব নিয়ে দর্শকমহলে উত্তেজনার পারদ চড়ছিল।

ধারাবাহিক অনুযায়ী, শঙ্খর জীবন থেকে চিরতরে দূরে সরে যাওয়ার অঙ্গীকার করে মোহর। জ্যাঠামশাইকে এই কথা দিয়েছিল মোহর। কিন্তু সেই কথা শঙ্খর কানে ওঠার পর থেকেই বদলে গিয়েছে শঙ্খর আচরণ। অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মোহর’-এর প্রোমো, যা নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়েছে বলে খবর।

প্রোমোতে দেখা যাচ্ছে, জেঠুর কথায় সায় দিলেও মুচকি হাসছে শঙ্খ। যা দেখে দর্শকমহলে সন্দেহের উদ্রেক হয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো বিয়ের আসরেই চুপিচুপি কনে বদল করে মোহরকে নিয়ে আসবে শঙ্খ। নেটজগৎ জুড়ে দর্শকদের একটাই প্রশ্ন, এক বছর একসাথে থাকার পরেও কেন মিলন হচ্ছে না মোহর ও শঙ্খের! বারে বারে ভুল বোঝাবুঝির কারণে যেভাবে দূরে সরে যাচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকা, তাতেই চটেছে দর্শককূল!এখন দর্শকদের অপেক্ষা কপবে মোহর আর শঙ্খ স্যারের চার হাত এক হবে!

 

View this post on Instagram

 

A post shared by Sona sona (@sona_7739) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥