• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বহুদিন পর এবার বলিউডে ডবল ধামাকা দিতে চলেছে শাহরুখ খান! আসছে নতুন ছবি

Updated on:

Shah Rukh Khan

বলিউড কিং শাহরুখ খান (Shahrukh Khan), একের পর এক হিট ছবি রয়েছে তার ঝুলিতে। তবে দীর্ঘ দিন অভিনয় থেকে বিরত রয়েছেন বলিউডের কিং খান। এবার এই দীর্ঘ বিরতির পরে অভিনয়ে কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। যদিও অভিনেতা আনুষ্ঠানিক ভাবে তেমন কিছু এখনো পর্যন্ত জানাননি, তবে নেটদুনিয়াতে জল্পনা কল্পনার অন্ত নেই শাহরুখের কামব্যাক ছবি নিয়ে।

 

 

যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণের এক পরিচালক আটলির একটি কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে কিং খানকে। তবে মজার ব্যাপার হল এই যে ছবিতে সম্ভবত ডাবল রোলে দেখা যেতে পারে  কিং খানকে। বাবা ও ছেলে উভয়েরই দৈত অভিনয়ে দেখা যাবে শাহরুখ খানকে। তবে কমার্শিয়াল ছবি হলেও ছবিতে থাকবে ভরপুর অ্যাকশন।

সূত্রানুযায়ী, একটি বড় তদন্তকারী এজেন্সির অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অন্য দিকে একজন কুখ্যাত অপরাধিত ভূমিকাতেও অভিনয় করবেন শাহরুখ খানই। যেমনটা জানা যাচ্ছে, বর্তমানে করণ জোহরের লেখকদের সাথে চলচিত্রের চিত্রনাট্যে নিয়ে কাজ করছেন পরিচালক। শাহরুখ খানের আগামীর ছবিতে সোহো প্রযোজনা করবেন তিনি।

তবে এটাই প্রথম নয়, এর আগে শোনা যায় পরিচালক রাজকুমার হিরানির (Rajkumar Hirani) একটি  ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। তার বিপরীতে দেখা যেতে পারে তাপসীকে। ছবিটি একটি কমেডি ছবি হবে, তবে ছবির মূল বিষয়বস্তু  হবে উদ্বাস্তু সমস্যা। এর আগে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের সাথে অভিনয় করেছেন তাপসী। অভিনেত্রীর মোতে সেই  সময় শাহরুখ খানের অভিনয়ে তিনি মুগধ হয়ে গিয়েছিলেন।

এগুলি বাদে আরো একটি ছবিতে অভিনয় করার খবর মিলেছে শাহরুখ খানের! সেখানে কিং খানের সাথে দেখা যেতে পারে আলিয়া ভাটকে (Alia Bhatt) । ডিয়ার জিন্দেগীর পর ফের একত্রে দেখা যেতে পারে দুজনকে ছবিতে। সম্ভবত আগামী বছরের শুরুতেই ছবিটির শুটিং শুরু হবে। তবে ছবির নাম বা স্টোরিলাইন এখনো অজানাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥