• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সসম্মানে দাদুকে মনোহরায় ফেরাবে মিঠাই! গণেশ পুজোয় প্রমিলা লাহাকে চ্যালেঞ্জ মোদক পরিবারের  

Published on:

মিঠাই,Mithai,মনোহরা,Monohora,প্রমিলা লাহা,Pramila Laha,গনেশ পুজো,Ganesh puja

‘মিঠাই’ (Mithai) মানেই বাংলার অন্যতম সেরা সিরিয়াল। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়াল নিয়ে দর্শকদের পাগলামি দেখে তা বোঝা যায় হামেশাই। যদিও গত সপ্তাহেই একটুর জন্য প্রথম স্থান হারিয়ে দ্বিতীয় স্থানে এসেছে এই সিরিয়াল।  তারপরেও দর্শকদের চমক দেওয়ার কোনো ত্রুটি রাখেন না এই সিরিয়ালের নির্মাতারা।

তাই প্রতি সপ্তাহে দর্শকদের মনোরঞ্জনের জন্য নিত্যনতুন ধামাকাদাড় সব এপিসোড নিয়ে আসা হয় সিরিয়ালে। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই মুহূর্তে ধারাবাহিকে প্রচন্ড একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা মোদক পরিবার। মোদক পরিবারের ব্যবসায়িক শত্রু আদিত্য আগারওয়ালের কথায় ওয়ান এন্ড অনলি প্রমিলা লাহা উঠে পড়ে লেগেছে মিঠাই -সিদ্ধার্থের দাদুর স্বপ্নের বাড়ি মনোহরা হাতিয়ে নেওয়ার জন্য।

মিঠাই,Mithai,মনোহরা,Monohora,প্রমিলা লাহা,Pramila Laha,গনেশ পুজো,Ganesh puja

তার জন্য সিঁড়ি হিসেবে তারা ব্যবহার করতে চাইছে ট্যাস বুড়ি অর্থাৎ তোর্সাকে। সবমিলিয়ে এখন ফের এক নতুন চ্যালেঞ্জের মুখে গোটা মোদক পরিবার। কিন্তু ভুললে চলবে না মোদক পরিবারের রয়েছে তাদের বৌমা মিঠাই রানী। যার কাছে অসাধ্য কোনো কিছুই নয়। তাই সে সরাসরি ওয়ান এন্ড অনলি প্রমিলা  লাহার প্রস্তাব প্রস্তাব পর্যন্ত ফিরিয়ে দিয়েছে মুখের ওপর।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গিয়েছে, মনোহারা থেকে গোটা মোদক পরিবারকেকিছুদিনের জন্য সরিয়েই শান্তি হয়নি প্রমিলা লাহার। পুরোপুরি তাদের বাড়ি হাতানোর জন্য একেবারে উঠেপড়ে লেগেছে সে। তাই আপাতত গোটা মোদক পরিবার যেখানে ভাড়া রয়েছে সম্প্রতি সেখানেও চলে এসেছিলেন তিনি।

মিঠাই,Mithai,মনোহরা,Monohora,প্রমিলা লাহা,Pramila Laha,গনেশ পুজো,Ganesh puja

এবারও  বাড়ি বয়ে এসে মনোহরা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিতে বলছিলেন তিনি। নিজে থেকেই আগ বাড়িয়ে তিনি সেই প্রস্তাবা দিতেই পাল্টা তাকেই তার গদি থেকে সরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ করে মুখে একেবারে ঝামা  ঘষে দিয়েছিল মিঠাই। সেই সাথে এ বছর প্রমিলা লাহাকে চ্যালেঞ্জ করে ধুমধাম করে গণেশ পূজা করে দেখিয়ে দিয়েছে মিঠাই এবং তার গোটা পরিবার।

মিঠাই,Mithai,মনোহরা,Monohora,প্রমিলা লাহা,Pramila Laha,গনেশ পুজো,Ganesh puja

আর তা দেখার জন্য প্রমিলা  লাহাকে ডেকেও এনেছিল মিঠাইয়ের শ্বশুর এবং শাশুড়ি মা। এদিন সিদ্ধিদাতা গণেশের সামনেই মিঠাইয়ের সাথে গোটা মোদক পরিবার প্রতিজ্ঞা করেছে যে করেই হোক তারা পুরো সম্মানের সাথে দাদুকে তাদের মনোহরা আবার ফিরিয়ে দেবেই। এখন দেখার আদিত্য আগারওয়াল, প্রমিলা লাহা সহ তোর্সার মিলিত প্রচেষ্টার পরেওসিদ্ধার্থ কিভাবে দাদুর কাছে তাদের মনোহরা ফিরিয়ে দিতে সফল হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥