• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পথ যদি না শেষ হয়’ -এ নয়া মোড়! বিয়ের আগেই উর্মি সাত্যকির জীবনে আগমন হল তৃতীয় ব্যক্তির

বাঙালির বিনোদনের একটা বড় অংশই সিরিয়ালকে (Serial) ঘিরে। সন্ধ্যে নামলেই নানান সিরিয়ালের মধ্যে থেকে নিজের পছন্দের সিরিয়াল দেখতে হাজির হন সকলে। সিরিয়ালের প্রিয় চরিত্রদের না দেখলে যেন দিনটা অসম্পূর্ন থেকে যায়। দর্শকদের এক এক জনের পছন্দ এক এক ধরণের। কারণ রানী রাসমণি পছন্দ তো কারো আবার খুড়কুটো। তবে গত মার্চে একটি নতুন সিরিয়াল শুরু হয়েছিল যার নাম, ‘ আমাদের এই পথ যদি না শেষ হয়’। তবে অল্প দিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মন জিতে নিয়েছে।

এমনকি টিআরপির দৌড়েও একটু একটু করে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিকটি৷ উর্মি নামের এক বড়লোক ঘরের মেয়েকে নিয়েই গল্পের প্রেক্ষাপট। উর্মি অর্থাৎ সিরিয়ালের মূল চরিত্র নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা সমস্ত কিছুই শিখেছে কিন্তু একটু একটু। আর এবার তার ইচ্ছা গাড়ি চালানো শেখা। আর এই ট্যাক্সি চালানো শিখতে গিয়েই গল্পের নায়ক অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের ছাপোষা ছেলে সাত্যকির সাথে পরিচয় উর্মির। এবার হলুদ ট্যাক্সি চালানো শেখার মাঝে কিভাবে প্রেমের গাড়ি চলতে শুরু হয় সেটাই দেখতে দর্শকেরা চোখ রেখেছেন সিরিয়ালে।

   

উর্মি,আমাদের এই পথ যদি না শেষ হয়,অন্বেষা হাজরা,বাংলা সিরিয়াল,Urmi,Amader ei poth jodi na sesh hoy,Annwesha Hazra,bengali serial,ei poth jodi na sesh hoy new twist

সিরিয়ালের কাহিনীর শুরুতেই জানা যায় উর্মির বড়লোক বাড়িতে মানুষ হলেও যৌথ পরিবারের মজা খুব মিস করে সে। কারণ ঘুম থেকে উঠে সকলেই যে যার কাজে ব্যস্ত তাই বড় একা লাগে তার। একটিন উর্মির বাড়ি ফেরার পথে কিছু ছেলে পিছু নেয়। আর তাকে বাঁচাতে এগিয়ে আসে মধ্যবিত্ত পরিবারের ট্যাক্সি চালক সাত্যকি। তাদের পথ চলা শুরু হয় সাত্যকির হাতে উর্মির গাড়ি চালানো শেখার মধ্যে দিয়েই।

উর্মি,আমাদের এই পথ যদি না শেষ হয়,অন্বেষা হাজরা,বাংলা সিরিয়াল,Urmi,Amader ei poth jodi na sesh hoy,Annwesha Hazra,bengali serial,ei poth jodi na sesh hoy new twist

এরপরেই উর্মি সাত্যকির রসায়ন ধীরে ধীরে মন জয় করে নিতে থাকে দর্শকদের। লকডাউনের কারণে সিরিয়ালে সপ্তাহ দুয়েকের বিরতি থাকলেও, এক্কেবারে নয়া চমক নিয়ে ফিরছে ‘এই পথ যদি না শেষ হয় ‘ ধারাবাহিক। সদ্যই উর্মিকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে তার সিঁদূর পরিয়ে দেয় সাত্যকি।

উর্মি,আমাদের এই পথ যদি না শেষ হয়,অন্বেষা হাজরা,বাংলা সিরিয়াল,Urmi,Amader ei poth jodi na sesh hoy,Annwesha Hazra,bengali serial,ei poth jodi na sesh hoy new twist

আর সেই বিয়েকে মান্যতা দিতেই এবার জোর জবরদস্তি শুরু করেছে সাত্যকি এবং উর্মির পরিবার। সাত্যকি বিয়েতে রাজি হলেও উর্মি এখনো রাজী নয়। আর তা নিয়েই বেজায় চিন্তায় সাত্যকি। কেননা এবার উর্মি পালালে আর তাকে ফেরানো সম্ভব নয়। এই ভাবতেই ভাবতেই যখন বেশ চিন্তিত সাত্যকি, তখনই একটি মহিলা কন্ঠস্বর ‘টুকাই দা’ বলে ডেকে ওঠে।

উর্মি,আমাদের এই পথ যদি না শেষ হয়,অন্বেষা হাজরা,বাংলা সিরিয়াল,Urmi,Amader ei poth jodi na sesh hoy,Annwesha Hazra,bengali serial,ei poth jodi na sesh hoy new twist

সাত্যকি ডাক শুনে বেরিয়ে দেখে তার পুরোনো ছাত্রী রিনি ফিরে এসেছে। তার বাবা-মা মামার বাড়ি কিন্তু সে চলে এসেছে। সাত্যকি চলে আসার কারণ জিজ্ঞেস করায় রিনির উত্তর ‘তোমার জন্য চলে এসেছি’। সাত্যকি উর্মির বিয়ের আগেই তৃতীয় ব্যক্তির আগমন হল তাদের জীবনে। আর মেয়েটির চোখে সাত্যকির জন্য ভালোবাসা স্পষ্ট। এখন দেখার এই তৃতীয় ব্যক্তির আগমনেই কি তবে টলে যাবে উর্মি সাত্যকির সম্পর্ক?

site