• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সমুদ্র থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ, লালনের মৃত্যু দেখিয়ে শেষ হবে ধূলোকণা! তুঙ্গে জল্পনা 

Published on:

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Fuljhuri,নতুন মোড়,New Twist

বাংলা টেলিভিশনের জগতে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘ধূলোকণা’ (Dhulokona)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে আলোচনার শেষ নেই। একটা সময় ছিল যখন ধারাবাহিকের নায়ক নায়িকা লালন (Lalon) – ফুলঝুরির (Fuljhuri) বিয়ে দেখার জন্য একেবারে মুখিয়ে ছিলেন দর্শক। অনেক সাধ্য সাধনার পর নানান নাটকীয় পর্বের শেষে লেখিকা শেষমেষ বিয়ে দিয়েছিলেন সিরিয়ালের এই নায়ক নায়িকার।

লালন-ফুলঝুরির বিয়ের হাত ধরেই সেইসময় তড়তড়িয়ে বেড়ে গিয়েছিল সিরিয়ালের টিআরপিও। এমনকি  বাংলার সেরা সিরিয়াল যেমন ‘মিঠাই’ এবং ‘গাঁটছড়াকে’ ধূলিসাৎ করে একেবারে ‘বেঙ্গল টপার’ হয়েছিল ধূলোকণা। কিন্তু কোথায় কি! লালন ফুলঝুরির সেই বিয়ে মিটতেই আবার যেই কে সেই।  আবারও দিনের পর দিন তলানিতে ঠেকতে শুরু করেছে টিআরপি।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Fuljhuri,নতুন মোড়,New Twist

তাই এবার দর্শকদের ফেরাতে সদ্য সিরিয়ালে আসছে নতুন মোড় (New Twist)। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন কিছুদিন আগেই বিয়ের পর প্রথম সমুদ্রে ঘুরতে গিয়েছিল লালন ফুলঝুরি। সেখানে গিয়েও আরো একবার চড়ুইয়ের মায়ের ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। যার ফলে ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে সমুদ্রের ডুবে গিয়েছে লালন। তারপরেই পুলিশ ফুলঝুরিকে জানিয়েছে সমুদ্র থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে।

আর সেই মৃতদেহের সাথে নাকি মিল রয়েছে লালনের। তারপর থেকেই ভীষণ চিন্তায় রয়েছেন দর্শক। আসলে সিরিয়ালের প্লট অনুযায়ী দেখানো হচ্ছে জলে ডুবেই মৃত্যু হয়েছে লালনের। আর তাতেই চিন্তার ভাঁজ ধূলোকণা সিরিয়ালের দর্শকদের কপালে। কারণ ভুলে গেলে চলবে না এই সিরিয়ালের লেখিকা হলেন লীনা গাঙ্গুলী। ইতিপূর্বে একাধিক সিরিয়ালে নায়ক নায়িকার মৃত্যু দেখিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম হল ‘শ্রীময়ী’র রোহিত সেন এবং ‘খড়কুটো’র গুনগুন।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Fuljhuri,নতুন মোড়,New Twist

তাই এবার দর্শকদের চিন্তা একইভাবে জলে ডুবে ধূলোকণাতেও মৃত্যু হবে না তো লালনের! তাছাড়া দর্শকদের চিন্তার পিছনে আরও একটি বিষয় রয়েছে। এমনিতেই টিআরপির কারণে একের পর এক শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় সব সিরিয়াল।

এসবের মধ্যেই সম্প্রতি স্টার জলসার তরফে প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রমো। তাই দর্শকমহলে জল্পনা তৈরি হয়েছে খড়কুটোর মতো ধূলোকণাতেও লালনের মৃত্যু দেখিয়ে শেষ করে দেওয়া হবে না তো এই সিরিয়াল। আগামী দিনে ধূলোকণার গল্প কোন দিকে মোড় নেয় আপাতত তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥