সিরিয়ালপ্রেমী বাঙালির বিনোদনে কে হল সবচাইতে জনপ্রিয় এই নিয়ে লড়াই লেগেই রয়েছে। জনপ্রিয়তার মাপকাঠি বোঝা যায় সপ্তাহের শেষে TRP তালিকা দেখলেই। বিগত কিছু মাস ধরে সেরার শিরোপা বজায় রেখেছে মিঠাই সিরিয়াল। তবে নতুন শুরু হওয়া সিরিয়াল সর্বজয়া কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না। প্রথম থেকেই জোর টেক্কা দিচ্ছে সমস্ত সিরিয়ালদের, আর এসপ্তাহের টিআরপি তালিকায় মিলল একেবারে নতুন চমক।
দীর্ঘ দিন ধরে TRP তালিকায় মিঠাই প্রথম আর অপরাজিতা অপু দ্বিতীয় এটাই সকলে দেখে আসছিল। কিন্তু এবারের তালিকায় দেখা গেল একবারে অন্য ছবি। দ্বিতীয় স্থানের অপরাজিতা আপুকে সরিয়ে সেই স্থান দখলে নিয়েছে দেবশ্রী রায়ের সিরিয়াল সর্বজয়া। অবশ্য মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। অন্যদিকে প্রথম দিকে পিছিয়ে পড়া ধূলোকণা সিরিয়ালের জনপ্রিয়তা বেড়েছে অনেকটাই। প্রথম পাঁচে উঠে এসেছে মানালি দে এর সিরিয়াল ধূলোকণা।
এদিকে খড়কুটো সিরিয়াল বিগত বেশ কিছু সপ্তাহ ধরে পঞ্চম স্থানেও জায়গা করতে পারছিল না। সেখানে এবারে জনপ্রিয়তা বাড়িয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে গুনগুন। কিছুটা পিছিয়ে পড়েছে কৃষ্ণকলি ও শ্রীময়ী সিরিয়াল। সত্যিই চমকে দেবার মত এবারের টিআরপি তালিকা। আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
মিঠাই- ১১.২ প্রথম
সর্বজয়া- ৯.০ দ্বিতীয়
অপরাজিতা অপু- ৮.৪ তৃতীয়
খড়কুটো- ৮.৩
যমুনা ঢাকি, ধুলোকণা- ৭.৮
কৃষ্ণকলি- ৭.৬
রানী রাসমণি- ৭.০
শ্রীময়ী, কড়ি খেলা- ৬.৮
মন ফাগুন- ৬.৭
মহাপীঠ তারাপীঠ, বরণ- ৬.৬