• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়ালের ধারা পরিবর্তন! ননদ-শ্বাশুড়ি নয় বাড়ির বড় বৌমারাই এখন আসল খলনায়িকা

Published on:

বাংলা সিরিয়াল,Bengali serial,নতুন ধারা,New trends,ভিলেন,Villain,নবাব নন্দিনী,Nabab Nandini,হরগৌরী পাইস হোটেল,Horogouri pice hotel

বাংলা সিরিয়ালের (Bengali serial) সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। বহুদিন ধরেই সিরিয়াল দেখার চল রয়েছে বাংলার দর্শকদের মধ্যে। তবে সেই সূত্রেই দর্শকদের সাথে কলা কুশলীদের তৈরি হয়েছে এক আত্মীয়তার সম্পর্ক। তবে এ কথা ঠিক যুগের সাথে তাল মিলিয়ে দর্শকদের রুচি এবং চাহিদার খেয়াল রেখে এখনকার দিনে সিরিয়ালের বিষয়বস্তুতে এসেছে হরেক রকম পরিবর্তন। একঘেয়ে সাংসারিক কূটকচালি কিংবা শাশুড়ি বৌমার ঝগড়া এখন সিরিয়ালের প্রধান বিষয়বস্তু নয়।

বরং বেশিরভাগ মেগা সিরিয়ালগুলিতেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ভিন্ন ধরনের কন্টেন্টের ওপর।  যা উঠে আসছে মানুষের একেবারে বাস্তব জীবন থেকে। যার ফলে সহজেই সিরিয়ালের সেই চরিত্রদের সাথে নিজের জীবনের মিল খুঁজে পান সাধারণ মানুষও। একটু খেয়াল করলে দেখা যাবে বিগত কয়েকদিনে টেলিপাড়ায় এসেছে এমনই এক ঝাঁক নতুন সিরিয়াল।

বাংলা সিরিয়াল,Bengali serial,নতুন ধারা,New trends,ভিলেন,Villain,নবাব নন্দিনী,Nabab Nandini,হরগৌরী পাইস হোটেল,Horogouri pice hotel

এই যেমন চলতি সপ্তাহেই মাত্র দু’দিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। এই ধারাবাহিকের গল্প একেবারে মধ্যবিত্ত এক বাঙালি পরিবারের।যাদের রয়েছে ১০০ বছরের পুরনো একটি হোটেল। ধারাবাহিকের নায়ক শংকর একা হাতে সামলায় তার তাদের সেই পারিবারিক ব্যবসার দায়িত্ব। ধারাবাহিকে তার দাদা বহুদিন ধরে নিখোঁজ। অন্যদিকে সেই দাদারই বউ মিতালী বাড়ির সর্বেসর্বা।


তার অঙ্গুলী হেলনেই চলে সবকিছু। এখন দেখার এমন একটা বাড়িতে আধুনিক পরিবেশ থেকে এসে কিভাবে মানিয়ে নেয় সিরিয়ালের নায়িকা ঐশানি। ধারাবাহিকের এই প্লট দেখে সিরিয়াল প্রেমী দর্শকদের একাংশ মনে করছেন এই সিরিয়ালের সাথে বেশ কিছুটা হলেও মিল রয়েছে স্টার জলসার আরো একটি নতুন সিরিয়াল ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini)-র। ওই ধারাবাহিককেও বাড়ির বড় বউ কমলিকাই হল সবকিছুর মাথা। বিয়ের পর শ্বশুরবাড়িতে একেবারে জাঁকিয়ে বসেছে সে।


দেওর নবাব এবং তার স্ত্রী নন্দিনীকে নানাভাবে জব্দ করার চেষ্টা করে চলেছে সে।  কিন্তু কোনোভাবেই সে এঁটে উঠতে পারছে না নন্দিনির বুদ্ধির সাথে। পর পর দুটো সিরিয়ালের এই একই ট্রেন্ড দেখে দর্শকরা বলছেন এখনকার দিনে সিরিয়ালে একটু হলেও খল নায়িকাদের (Villain) ধারায় নতুন পরিবর্তন (New Trend) এসেছে। আগে দেখা যেত বেশিরভাগ সিরিয়ালেই শাশুড়ি বৌমা কিংবা ননদ বৌদির ঝগড়া। সেখানে এখন বেশিরভাগ সিরিয়ালেই দেখানো হচ্ছে বাড়ির বড় বউই ভিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥