• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন ট্রেন্ড ‘টুরু লাভ’এর পাঠ দিল খুদে, নেট পাড়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল ভিডিও

Published on:

নেটবাসী চিরকালই ট্রেন্ডে গা ভাসাতে পছন্দ করে। এখন সোশ্যাল মিডিয়া খুললেই সর্বত্র একটাই কথা ঘুরে ফিরে বেড়াচ্ছে৷ সেটা হল ‘টুরু লাভ’। কদিন আগেই ‘বিনোদ’ নিয়ে মেতেছিল নেট জনতা। এবার সেই শব্দ পুরোনো হতে না হতেই হাজির নয়া ট্রেন্ড ‘টুরু লাভ’। ‘ট্রু লাভ’ এই শব্দটির বিকৃতি করে ‘টুরু লাভ’ এখন মানুষের মুখে মুখে। কী এই টুরু লাভ?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এক খুদের ভিডিও। ১৯ সেকেন্ডের এই ভিডিওতে খুদে টুরু লাভের অভিনব ব্যখ্যা দিয়েছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই উঠেছে হাসির রোল। হাজার হাজার শেয়ার আর লাইকের বন্যায় এই খুদে রাতারাতি হয়েছে সেলেব। তার এই ‘টুরু লাভ’ নিয়ে ইতিমধ্যেই ফেসবুকে উঠেছে পোস্টের ঝড়। নয়া এই ট্রেন্ডে মজেছেন অসংখ্য কিশোর কিশোরী।

ভিডিওতে খুদে অদ্ভুত ভঙ্গিতে ‘টুরু লাভের’ পাঠ দিতে গিয়ে বলেছে, “দেখ ভাই! কোনো জায়গায় যেতে গেলে মা বাবার পারমিশন নিতে হয়, নর্মাল, কিন্তু তোমরা দেখি গার্লফ্রেন্ডের থেকে পারমিশন নাও। ওমাগো টুরু লাভ”। খুদের বলার ভঙ্গিমা আর স্মার্টনেসেই ফিদা সাইবার পাড়া। গত কয়েকদিন তার বাণীই দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে। দেখুন ভিডিও-

https://youtu.be/CGIpq9gm5iE

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥