যতদিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি,এককালে মানুষ ভাবতেই পারেনি ফোন নিয়ে রাস্তায় বেড়ানো যাবে আর এখন প্রতিটি মানুষের পকেটে ফোন রয়েইছে।এককালে ফোনে টাচ করলে কাজ হবে ভাবতেই কেমন লাগত এখন প্রায় সবারই ফোন টাচ স্ক্রিন। এই ভাবেই প্রযুক্তি উন্নত হবার সাথে সাথে আরো অনেক বিস্ময়কর আবিষ্কার হয়ে চলেছে যা আমাদের জীবনধারা পাল্টে দিচ্ছে।
বর্তমানে গুগল এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে করে আপনার হাতটাই আস্ত একটি স্মার্টফোনের মত কাজ করবে। হ্যা ঠিকই শুনেছেন, ত্বকেই থাকবে টাচস্ক্রিন।গুগল বর্তমানে একটি স্মার্ট ট্যাটু বানানোর চেষ্টা করছে,যা ত্বকে আটকে দেবার পর আপনার দেহের ত্বকই হয়ে যাবে টাচপ্যাডে। আর সমস্ত কাজ হবে সেন্সরের মাধ্যমে। ঠিক যেমন আপনার স্মার্টফোনের টাচস্ক্রিনটি কাজ করে। আপনার ফোন যা যা করতে পারেন তার প্রায় সবই করতে পারবেন এই ট্যাটু দিয়ে এমনকি সোয়াইপ ও প্রেস করতে পারবেন এই ট্যাটুর দ্বারা। আপনি নিজের আঙ্গুল দিয়ে বা হাতে সামান্য মোচড় দিয়েই সক্রিয় করে নিতে পারবেন এই ট্যাটু।

নতুন এই টেকনোলজি বর্তমানে শোরগোল গেলে দিয়েছে টেক দুনিয়াতে। যেহেতু এটি আপনার আঙুলের স্পর্শ দ্বারা কাজ করবে সেক্ষেত্রে আপনি যদি কোনো জেসচ্চার সেভ করে রাখেন তাহলে ট্যাটুর দিকে না তাকিয়েও কাজ করতে পারবেন। এই ট্যাটুটি আসলে তৈরী হচ্ছে স্ক্রিন প্রিন্টিং কালির দ্বারা।গবেষণার ফলে কিছু প্রোটোটাইপ মডেল তৈরী করা গেছে এই ট্যাটুগুলির যেগুলিতে কার্টুন চিত্র আঁকা, এল জ্বালানো ইত্যাদির মোট ফিচার টেস্ট করা হয়েছে। তবে এই ট্যাটু নিয়ে এখনো গবেষণা চলছে। কারণ এই ট্যাটুটিকে হতে হবে অনেক পাতলা সাথে নমনীয় যাতে এটি যেকোনো মানুষের হাতে নির্দ্বিধায় সেটা যেতে পারে ও সমান ভাবে কাজ করতে পারে।














