• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরুষদের পোশাকে বিপ্লব ঘটিয়ে বাজারে এল বিকিনির মেল ভার্শন “ব্রোকিনি”!

Updated on:

বিগত ১০০ বছরের পোশাকের বিবর্তন দেখলে দেখা যাবে সময়ে সময়ে মেয়েদের পোশাকে আমূল পরিবর্তন হলেও ছেলেদের পোশাকে বিশেষ পরিবর্তন হয়নি। এবার যদি আসা যায় স্নানের পোশাকে সেক্ষেত্রে মেয়েদের জন্য বিভিন্ন রকম ড্রেস থেকে বিকিনি সবই আছে তবে ছেলেদের জন্য হয় তো শর্টস বা ছোট প্যান্টই ছিল আদর্শ। কিন্তু এবার ছেলেদের স্নানের পোশাকে এসেছে নতুন বিপ্লব।

টরোন্টোর বাসিন্দা দুই ছেলের উদ্ভাবনী ভাবনার ফলে আবিষ্কৃত হয়েছে ছেলেদের বিকিনি বা “ব্রোকিনি”। চাড সাসকো ও টেলর ফিল্ড নামক এই দুই যুবক পুরুষদের জন্য একধরণের বিকিনি আবিষ্কার করেছে যা কাঁধে দিয়ে পড়তে হয়। শুধু আবিষ্কার করেই থেমে থাকেনি এই দুই যুবক তারা অনলাইনে নিজেদের পণ্যের ব্র্যান্ড স্টোর খুলেছেন। সাথে নিজেদের ব্রোকিনি পড়া ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।

 

নতুন এই ব্রোকিনিতে রয়েছে দীর্ঘ একটি স্ট্র্যাপ  যা কাঁধে রাখতে হয়, বাকিটা অর্থাৎ নিচের অংশটি অন্তর্বাসের মতোই দেখতে। নতুন এই পোশাক ব্রোকিনির ছবি সামনে আস্তে অনেকেই নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন ছবিতে। এই পোশাকে একেবারে সুইম সুটের মতোই আরাম পাবেন ক্রেতারা, সাথে নিজেদের শরীরের ভালো প্রদর্শন করতেও সক্ষম হবেন।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চাড সেসকো  বলেছেন, তিনি ও তার বধূ বিভিন্ন ব্যাচেলার পার্টিতে যাওয়া শুরু করেন ও অদ্ভুত সমস্ত সুইম সুট ট্রাই করতে থাকেন। হটাৎই একদিন তারা অনলাইনে একটি চিতা বাঘকে লড়াই করতে দেখেন। সাথে সাথেই তাদের মাথায় বিদ্ধু আসে এটাকেই বানিয়ে নেওয়া যেতে পারে পুরুষের স্নানের আদর্শ পোশাক। এরপর দুজনে কাজে লেগে পড়েন ও প্রায় ৫০০০ দলের খরচ করে বানিয়ে ফেলেন ২৫০টি ব্রোকিনি সুট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥