• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে হাসি ফুটল শিল্পীদের মুখে, বুধবার থেকেই শুরু হচ্ছে নতুন সিরিয়ালের শুটিং

লকডাউনের পর সিরিয়ালের শুটিং নিয়ে জট আংশিক কাটলেও সম্পূর্ণভাবে কাটেনি। পুরোনো সিরিয়ালের শুটিং শুরু হলেও নতুন সিরিয়ালগুলোর শুটিং নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। ফেডারেশনের (fedaration) চাপে পড়ে বন্ধ রয়েছে নতুন সিরিয়ালের শুটিংয়ের (new serial shooting) কাজ। এবার দুর্দিনে সিরিয়ালের শিল্পীদের পাশে দাঁড়ালো আর্টিস্ট ফোরাম (artist forum)। গত সোমবার একটি বিবৃতিতে নতুন সিরিয়ালের শুটিং শুরুর জন্য আর্জি জানিয়েছিল আর্টিস্ট ফোরাম। অবশেষে সেই সমস্যার সমাধান হল বৈঠকের মাধ্যমে।

আজ অর্থাৎ মঙ্গলবার একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। যেখানে আর্টিস্ট ফোরাম, প্রোডিউসার্স গিল্ড ও ফেডারেশন অংশ নিয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে সাংস্কৃতিক ডিভিশনের রাজ্ চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। বৈঠকের শেষে যে খবর প্রকাশ্যে এসেছে সেই খবরে হাসি ফুটেছে কলাকুশলী ও শিল্পীদের মুখে।

   

Artist Forum,Tollywood,Serial Shooting,MOU,New Bengali Serial,Raj Chakraborty,Fedaration,ফেডারেশন,টালিপাড়া,টলিউড,বাংলা সিরিয়াল,আর্টিস্ট ফোরাম,শুটিং,New Serial Shooting starting from wednessdat

আসলে ‘মনফাগুন’, ‘সর্বজয়া’, ‘ধুলোকণা’ এর মত বেশ কিছু নতুন সিরিয়ালের শুটিং নিয়ে চিন্তায় পড়েছে প্রযোজকরা। যার নেপথ্যে রয়েছে বিগত ফেডারেশনের তরফে জারি করা শনিবারের বিজ্ঞপ্তি। যেখানে লেখা রয়েছে পুরোনো সিরিয়ালের শুটিংয়ের কাজ চালু থাকবে। তবে নতুন সিরিয়ালের কাজ চালুর আগে MOU সাক্ষর করা আবশ্যক। নাহলে নতুন কোনো সিরিয়ালের শুটিংয়ের কাজ হবে না।

এবার এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতেই শিল্পীদের পাশে দাঁড়িয়ে বিবৃতি প্রকাশ করল আর্টিস্ট ফোরাম। ফোরামের দাবি, অবিলম্বে নতুন সিরিয়ালের শুটিংয়ের কাজ চালু করা হোক। কারণ শিল্পীদের অনেকেই দীর্ঘদিন ধরে কর্মহীন, কাজ না থাকায় অবসাদগ্রস্ত হয়েছেন কেউ তো কেউ আবার মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন পেটের দায়ে। এমনকি কাজ না পাওয়ায় মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিতে চাইছেন কিছু শিল্পীরা। সব মিলিয়ে বলা যেতে পরে অসহ্য এক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটছে টেলিভিশন শিল্পীদের।

Artist Forum,Tollywood,Serial Shooting,MOU,New Bengali Serial,Raj Chakraborty,Fedaration,ফেডারেশন,টালিপাড়া,টলিউড,বাংলা সিরিয়াল,আর্টিস্ট ফোরাম,শুটিং,New Serial Shooting starting from wednessdat

ফোরামের মতে, এভাবে কলাকুশলীদের ও শিল্পীদের প্রতি অন্যায় ও তাদের পরিবারের প্রতি অন্যায় কোনোমতেই কাম্য নয়। যদি সমস্যা থাকে তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। তাবলে কাজ বন্ধ না রেখে অবিলম্বে নতুন সিরিয়ালের শুটিংয়ের ব্যবস্থা করা হোক।

প্রসঙ্গত, এ বিষয়ে আগেই একটি আলোচনা হয়েছিল ফেডারেশন সমেত অন্যান্য সংগঠনগুলির। সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল আগামী ২০ জুলাইয়ের মধ্যে MOU সাক্ষর তৈরী করে ৩০শে জুলাইয়ের মধ্যে তা সাক্ষর করানো হবে। এর আগে পর্যন্ত নির্বিঘ্নে চলবে শুটিংয়ের কাজ। কিন্তু তার আগেই নতুন সিরিয়ালের শুটিং বন্ধ থাকা নিয়ে নিন্দা প্রকাশ করেছিলেন রাজ চক্রবর্তী (raj chakraborty)। আপাতত সিরিয়ালের কাজ চালু হচ্ছে বুধবার থেকেই, এবার ৩০শে জুলাইয়ের অপেক্ষা।

site