• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কত স্মৃতি, কত মুহুর্ত! নতুন নায়িকা ফুলকির আগমনে কপাল পুড়ছে মিঠাইরানির, চিন্তায় ভক্তরা

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় সবচেয়ে পুরোনো সিরিয়াল জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়ালের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের আবেগ। নায়ক নায়িকা সিদ্ধার্থ-মিঠাই (Sidhartha-Mithai) তো বটেই মোদক পরিবারের প্রত্যেক সদস্যই এখন হয়ে উঠেছেন দর্শকদের আপনজন।

তাই সিরিয়াল শেষের জল্পনা তৈরী হলেই রীতিমতো ক্ষোভে ফুঁসে ওঠেন মিঠাই ভক্তরা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন সিরিয়াল (New Serial) ‘ফুলকি’ (Phulki)। জল্পনাকে সত্যি করেই সদ্য প্রকাশ্যে এসেছে এই নতুন সিরিয়ালের প্রোমো। তবে এখনও পর্যন্ত জানা যায়নি কবে থেকে কোন স্লটে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক।

   

বাংলার সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,প্রকাশ্যে প্রমো,Promo Release

তবে নতুন সিরিয়ালের প্রোমো আসতেই এবার সত্যিই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন মিঠাই ভক্তরা। কিছুদিন আগেই এই সিরিয়ালের প্রোমো শুটিংয়ের খবর মিলেছিল। সেসময় প্রকাশ্যে এসেছিল নায়কের চরিত্রে সোমরাজ মাইতির প্রথম লুক।

বাংলার সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,প্রকাশ্যে প্রমো,Promo Release

মূলত বক্সিংকে কেন্দ্র করে তৈরী এই ধারাবাহিক নায়িকা ফুলকির চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী। প্রকাশ্যে আসা প্রোমো দেখে জানা যাচ্ছে বক্সিংকে কেন্দ্র করে তৈরী হতে চলেছে এই সিরিয়াল। গল্পের নায়িকা ফুলকি হাঁপানির রোগী হয়েও বক্সিংয়ে টক্কর দেবে ছেলেদের।

Mithai Serial viewers predict mithai memory will come back on Holi Special episode

মায়ের ডায়ালিসিস করানর জন্য বক্সিং কম্পিটিশনের প্রাইজ মানি ১০ হাজার টাকার প্রয়োজন তাঁর। সেই জন্যই সে অংশ নেয় এলাকার বক্সিং কম্পিটিশনে। এখনও পর্যন্ত এই সিরিয়ালের সম্প্রচারের সময় জানা না গেলেও বেশ চিন্তায় রয়েছেন মিঠাই সিরিয়ালের ভক্তরা।


যদিও কিছুদিন মিঠাই শেষ হওয়ার জল্পনা প্রসঙ্গে সিরিয়ালের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস বলেছিলেন ‘আপনাদের মতো আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। চ্যানেল যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না’।