• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু পর্দাতেই নয়, বাস্তবেও গুণবতী! রইল আলতা ফড়িং অভিনেত্রীর আসল পরিচয়

ঘরোয়া বিষয় হোক কিংবা সাংসারিক কূটকচালি আজকালকার দিনের সিরিয়াল গুলিতে অতীতে। সারাদিনের খাটাখাটনি শেষে অবসর সময়ে এসব একঘেয়ে ঘ্যানঘ্যানে বিষয় দেখতে একেবারেই পছন্দ করেন না দর্শকরা। তাই দর্শকদের বিনোদনের রসদ জোগাতে এবং টি আরপি চার্টে বদল আনতে আনা হচ্ছে একের পর নতুন সিরিয়াল।

সেক্ষেত্রে মূলত জোর দেওয়া হচ্ছে কনটেন্টের ওপর। যা দেখা মাত্রই মন ছুঁয়ে যায় দর্শকদের। সদ্য স্টার জলসার পর্দায় শুরু হয়েছে পরিচালক সুশান্ত দাসের এমনই একটি আনকোরা সিরিয়াল আলতা ফড়িং (Alta Phoring)। আর একেবারে শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহেই বাজিমাত করে ফেলেছে এই সিরিয়াল। খড়কুটো কে ভাসিয়ে দিয়ে টিআরপি চার্টের একেবারে সেরা তিনে জায়গা করে নিয়েছে এই নতুন ধারাবাহিক।

   

আলতা ফড়িং,Alta phoring,খেয়ালি মন্ডল,Kheyali Mondal,স্টার জলসা,Star Jalsha,New Actress,নতুন অভিনেত্রী,New Serial,নতুন সিরিয়াল

এই ধারাবাহিকের নায়িকা আলতা ফড়িং নস্কর একজন জিমন্যাস্ট। মিষ্টি দেখতে এই ফড়িংয়ের চরিত্রে অভিনয় করছেন খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। স্টার জলসার দর্শকদের কাছে নতুন হলেও অভিনয় জগতে তিনি মোটেই নতুন নন। কালার্স বাংলার নিয়মিত দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ তিনি।

আলতা ফড়িং,Alta phoring,খেয়ালি মন্ডল,Kheyali Mondal,স্টার জলসা,Star Jalsha,New Actress,নতুন অভিনেত্রী,New Serial,নতুন সিরিয়াল
উল্লেখ্য এর আগে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক মৌয়ের বাড়িতে অভিনয় করেছিলেন এই নায়িকা। এছাড়া কালার্স বাংলার নাচের রিয়েলিটি শো বিন্দাস ডান্স সিজন ১-এ অংশ নিয়েছিলেন খেয়ালী। তবে বিনোদন জগতের সাথে পরিচিতি থাকলেও কোন সিরিয়ালের মুখ্য চরিত্রে এই প্রথম অভিনয় করার সুযোগ পেয়ে দারুন উচ্ছসিত পর্দার ফড়িং।

আলতা ফড়িং,Alta phoring,খেয়ালি মন্ডল,Kheyali Mondal,স্টার জলসা,Star Jalsha,New Actress,নতুন অভিনেত্রী,New Serial,নতুন সিরিয়াল

আদতে চাঁপাহাটির বাসিন্দা খেয়ালি বর্তমানের অভিনয়ের সূত্রে কলকাতাতেই থাকেন। জানা যায় অভিনেত্রী ২০০২ সালে জন্মগ্রহণ করেছিলেন সেই হিসাবে তার বর্তমান বয়স ১৯ বছর। উল্লেখ্য অভিনয়ের পাশাপাশি নাচেও বিশেষ পারদর্শী খেয়ালি। অভিনেত্রীর কথায় ‘আমি বাস্তবেও জিমন্যাস্টিকস করি। ক্লাস ফাইভ থেকে আমি নিয়মিত জিমন্যাস্টিকস শিখেছি। মূলত নাচের কারণেই আমার জিমন্যাস্টিকস শেখা।সেই প্রশিক্ষণ এ ভাবে কাজে লেগে যাবে, ভাবতে পারিনি।’আলতা ফড়িং,Alta phoring,খেয়ালি মন্ডল,Kheyali Mondal,স্টার জলসা,Star Jalsha,New Actress,নতুন অভিনেত্রী,New Serial,নতুন সিরিয়াল

site