• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্যান কার্ড হোল্ডারদের জন্য জরুরী সূচনা! এই কাজটি না করলে দিতে হবে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা

Published on:

প্যান কার্ড (PAN Card) ব্যবহারকারীদের জন্য জরুরি সূচনা! আপনার যদি প্যান কার্ড থাকে থাকে আপনাকে জানতে হবে এই নিয়ম। না হলে হতে পারে মোটা টাকা জরিমানা। দিত হতে পারে ১০০০০ টাকা পর্যন্ত। সাথে হতে পারে আইনি মামলা।

কোনো ব্যক্তির যদি একটির বেশি প্যান কার্ড থেকে থাকে। সেক্ষেত্রে সাবধান হয়ে যান! তার বিরুদ্ধে হতে পারে আইনি মামলা সাথে দিতে হতে পারে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা। তাই যদি কারোর কাছে একাধিক প্যান কার্ড থেকে থাকে তাহলে তা শীঘ্রই ফেরত দিতে দেওয়াই ভালো। তাহলে আইনি জটিলতা ও মোটা টাকা জরিমানার হাত থেকে বেঁচে যাবেন!

এবার প্রশ্ন হল কিভাবে জমা দেবেন একের বেশি প্যান কার্ড থাকলে ? সেক্ষেত্রে আপনি অনলাইনে জমা করতে পারেন আপনার অতিরিক্ত প্যান কার্ডটি। এরজন্য আপনাকে প্রথমে যেতে হবে এনডিএসএলের (NDSL) ওয়েবসাইটে। সেখানে গিয়ে চেঞ্জ প্যান কার্ড অপশনটি বেছে নিতে হবে। তারপর প্রথমে যে প্যান নাম্বারটি রাখতে চান সেটা দিতে হবে। এরপর অতিরিক্ত প্যান নম্বরটি ফর্মের ১১ নং বক্সে লিখতে হবে। এরপর যে প্যান নম্বর বাতিল করতে হবে সেটির একটি কপি আপলোড করে জুড়ে দিতে হবে। ব্যাস তাহলেই কাজ শেষ।

মনে রাখতে হবে, আপনার প্যান কার্ডের সাথে আঁধার কার্ড লিংক করা বাধ্যতামূলক। যদি না করে থাকেন তাহলে ধারা ১৩৯ এ অনুযায়ী আপনার প্যান কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। তাছাড়া আইটি রিটার্নের ক্ষেত্রে সমস্যা হতে পারে প্যান কার্ডের সাথে আঁধার কার্ডের লিংক না থাকলে। আবার অনেক সময় পুরুনো প্যান কার্ড পুনরায় চালুও করা যেতে পারে। কিন্তু সেটি করলে আপনার ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥