বাংলা বিনোদন জগতের জনপ্রিয় সিরিয়াল হল ‘মিঠাই’ (Mithai)। তবে অনেকদিন আগেই বাংলার গন্ডি ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে মিঠাইয়ের মিত্রতা। ইতিমধ্যেই বিস্তারিত হয়েছে এই সিরিয়ালের পরিসর। বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়ে ইতিমধ্যেই তামিল টেলিভিশনের জন্য শুরু হয়ে গিয়েছে মিঠাইয়ের তামিল রিমেক। সেখানে এই সিরিয়ালের নাম দেওয়া হয়েছে হয়েছে ‘নিনাইথালে ইলিক্কুম’।
তামিলের পর এবার ভারতীয় টেলিভিশনের জন্য হিন্দিতেও শুরু হতে চলেছে ‘মিঠাই’। তবে এই হিন্দি রিমেকেও নাম একই থাকছে সিরিয়ালের। বদলে যাচ্ছে শুধুমাত্র সিরিয়ালের চরিত্রদের মুখ।সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) জায়গায় অভিনয় করবেন দেবত্তমা সাহা (Debottama Saha)। আর আদৃত রায়ের জায়গায় সিদ্ধার্থ চরিত্রে দেখা যাবে আশীষ ভরদ্বাজকে। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে এই হিন্দি মিঠাইয়ের প্রোমো।
উল্লেখ্য এই নতুন মিঠাইয়ের নায়িকা দেবত্তমা আদতে বাঙালি। আসামের শিলচরের বাসিন্দা এই অভিনেত্রী জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ২০ মার্চ। শিলচরের খ্যাতনামা ডন বস্কো স্কুল থেকে পড়াশোনা করেন দেবত্তমা। ছোট থেকেই তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন। পাশাপাশি গানের চর্চাও করতেন তিনি। প্রাথমিক শিক্ষালাভের পর কলকাতার অ্যামিটি ইউনিভার্সিটি থেকেই ইংরাজি অনার্স নিয়ে পড়াশোনা করেন দেবত্তমা।
কলকাতায় আসার পরেই গানের পাশাপাশি অভিনয় নিয়েও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে অভিনেত্রী। এরপরেই ২০১৮ সালে বাংলা সিরিয়াল এ আমার গুরুদক্ষিণায় অভিনয়ের সুযোগ পান। প্রথম সিরিয়ালেই লিড রোলের অফার পেয়েছিলেন তিনি। এরপরের বছরেই হিন্দি টেলিভিশন জগতে অভিষেক হয় দেবত্তমার। এখানেও শুরু তেই লিড রোল। সোনি টিভির ইশারো, ইশারো মে তে পরি চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক পরিচিতি।
তবে এখানেই থেমে থাকেননি দেবত্তমা। পরবর্তীতে ২০২০ সালে স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল সূর্য আর আনোখির কাহিনীতে করণভীর শর্মার বীপরীতে দেখা গিয়েছিল। এছাড়াও বেশ কিছু টিভি শো এবং বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি। এবার বাংলা সিরিয়াল মিঠাইয়ের হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন তিনি। বাংলা মিঠাইয়ে সৌমিতৃষাকে দেখা যায় শাড়ি পরতে। আর হিন্দিতে দেবত্তমাকে দেখা যাবে সালোয়ার কামিজ পরতে। জানা যাচ্ছে, আগামী ১৪ মার্চ থেকে জি টিভিতে শুরু হবে নতুন মিঠাই।