• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোদক পরিবারে নতুন সদস্য! গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফেলনা অভিনেত্রী তনুশ্রীকে, দেখুন ছবি

Published on:

মিঠাই,Mithai,ভারত লক্ষ্মী স্টুডিওর,Bharat Lakshmi Studio,তনুশ্রী গোস্বামীকে,Tanusree Goswami,মেকাপ রুম,Make up room

এই মুহূর্তে বাংলার এক নম্বর সিরিয়াল বলতেই সবার মুখে ঘোরে একটাই নাম,তা হল মিঠাই (Mithai)। প্রতি সপ্তাহেই একের পর এক চমক দিয়ে দর্শকদের তাকে লাগিয়ে দিচ্ছে এই সিরিয়াল। যার ফলে টিআরপি রেটিংয়েও টানা ৪০ সপ্তাহ ধরে একচেটিয়া ভাবে শীর্ষ স্থান নিজের দখলে রেখে বেঙ্গল টপারের (Bengal Toper) খেতাব জয় করে নিয়েছে মিঠাই।

কিছুদিন আগেই এই সিরিয়ালে এন্ট্রি নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন টেলিভিশন হার্টথ্রব জন ভট্টাচার্য। মোদক পরিবারের ব্যাবসায়িক প্রতিদ্বন্দী আগরওয়াল পরিবারের ছোটো ছেলে ওমি আগরওয়াল হয়ে এসেছেন তিনি। এরই মধ্যে শোনা যাচ্ছে আরও এক নতুন চরিত্রের আগমন হতে চলেছে মিঠাইয়ের মোদক পরিবারে।

মিঠাই,Mithai,ভারত লক্ষ্মী স্টুডিওর,Bharat Lakshmi Studio,তনুশ্রী গোস্বামীকে,Tanusree Goswami,মেকাপ রুম,Make up room
তিতলি খ্যাত মধুপ্রিয়া চৌধুরীকে খুব তাড়াতাড়ি মোদক পরিবারে দেখা যাবে বলে শুরু হয়েছে জোর গুঞ্জন। এরই মাঝে মিঠাই পরিবারের মেকআপ রুমে হাজির হয়েছিলেন আরও এক নতুন সদস্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবিতে টেলি অভিনেত্রী তনুশ্রী গোস্বামীকে (Tanusree Goswami) দেখা গেল মিঠাই পরিবারের সদস্যদের সাথে জমিয়ে আড্ডা দিতে।

মিঠাই,Mithai,ভারত লক্ষ্মী স্টুডিওর,Bharat Lakshmi Studio,তনুশ্রী গোস্বামীকে,Tanusree Goswami,মেকাপ রুম,Make up room
ভারত লক্ষ্মী স্টুডিওর (Bharat Lakshmi Studio) মেকাপ রুমের (Make up room) এই ছবি দেখেই জল্পনা তৈরি হয়েছে স্টার জলসার ফেলনা (Felna) এবং কালার্স বাংলার সোনা রোদের গান (Sona roder gaan) ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার পাশাপাশি এবার মিঠাই সিরিয়ালেও দেখা মিলতে চলেছে তনুশ্রীর।

মিঠাই,Mithai,ভারত লক্ষ্মী স্টুডিওর,Bharat Lakshmi Studio,তনুশ্রী গোস্বামীকে,Tanusree Goswami,মেকাপ রুম,Make up room
আসলে অর্পিতা, সৌমিতৃষা, সৌরভ সহ মিঠাই পরিবারের একাধিক সদস্যদের সঙ্গে দারুণ সম্পর্ক তনুশ্রীর। তাই এদিন কাজের প্রয়োজনে ভারত লক্ষ্মী স্টুডিও গিয়ে মিঠাই পরিবারের সদস্যদের সাথে আড্ডা জমিয়েছিলেন তনুশ্রী। সেই ছবি অভিনেত্রী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও শেয়ার করেছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥