• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উত্তম কুমারের নাতির ঘরে নতুন সদস্য! হাটে হাঁড়ি ভাঙল গৌরব-দেবলীনার

Published on:

উত্তম কুমার,Uttam Kumar,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Deblina Kumar,নতুন সদস্য,New Member,ভাইরাল পোস্ট,Viral Post

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় পাওয়ার কাপল বলতে প্রথমেই আসেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং তার স্ত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। তাঁরা  দুজনেই এখন বাংলা সিরিয়ালের জগতে বেশ জনপ্রিয় মুখ। এখনও পর্যন্ত অনস্ক্রিনে তাঁদের একসাথে দেখা না গেলেও তাদের অফক্সিন রসায়নটা কিন্তু বেশ জমজমাট।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই একে অপরের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যায় গৌরব-দেবলীনাকে। প্রসঙ্গত আজ থেকে তিন বছর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে চার হাত এক হয়েছিল গৌরব দেবলীনা জুটির। যদিও তার আগে টানা কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। এরপরেই বেশ ধুমধাম করেই একে অপরের সাথে গাঁটছাড়া বেঁধেছিলেন গৌরব দেবলীনা।

Gourab Chatterjee and Devlina Kumar

কিন্তু সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক অবাক করা খবর। বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের নাতির ঘরে এসেছে নতুন সদস্য। শোনা যাচ্ছে কাউকে না জানিয়েই চুপিসারে বাবা হয়েছেন গৌরব। তবে গোপন কথাটি আর গোপন থাকলো না।  একেবারে হাটে হাঁড়ি  ভেঙে এই খবর ফাঁস করেছেন গৌরব দেবলীনার বান্ধবী সায়ন্তনী গুহ ঠাকুরতা।


তার কথা উত্তম কুমারের ঘরে প্রৌপত্র জন্মেছে। আর এই খবর ঘুণাক্ষরেও টের পাননি কেউ। সোশ্যাল মিডিয়ায় যুগে এও কি সম্ভব? কাউকে না জানিয়েই বাবা-মা হয়ে গেলেন গৌরব দেবলীনা! তাহলে ব্যাপারটা খোলসা করেই বলা যাক। আসলে ঘটনার সূত্রপাত গৌরব চট্টোপাধ্যায়ের বাস্তবে নয় পর্দার বাবা হওয়া নিয়ে। আসলে স্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালে গৌরব যে ঋদ্ধিমান সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন সেখানে তার এক ছেলে আছে।

যার নাম আয়ুষ্মান সিংহ রায়। পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন আর্য দাশগুপ্ত। অনস্কিন বাবা ছেলের সম্পর্ক যতই আদায়-কাঁচকলায় হোক না কেন এই অফ স্ক্রিনে বাপ বেটা ভীষণ কুল। তাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনস্ক্রিন  বাবার সাথে একটি ছবি শেয়ার করেছিলেন পর্দার আয়ুষ।

উত্তম কুমার,Uttam Kumar,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরব চ্যাটার্জী,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Deblina Kumar,নতুন সদস্য,New Member,ভাইরাল পোস্ট,Viral Post

সেই ছবির ক্যাপশনে গৌরবের ছবিতে লেখা ছিল ‘বাপ বাপ হোতা হ্যায়”। আর আর্যর ছবির ওপরে লেখা ছিল ”মেরে খুন মেবি তরিকা রক্ত হ্যায়’। এই ছবি ঘিরেই যত কান্ড! বাবা ছেলের মজার এই ছবি দেখে রসিকতা করে গৌরব দেবলিনার বন্ধু সায়ন্তনী গুহ ঠাকুরতা লিখেছিলেন ‘এত জলদি বাবা হয়ে গেলে গৌরব! দেবলীনা ঠিক আছিস তো ভাই?’ তবে দেবলীনাকে খড়ির সন্তানের মা বলায় বেশ খেপে গিয়েছেন খড়ি ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥