• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার জমবে মজা! ছোট্ট সোনা-রুপাকে টক্কর দিতে নতুন বংশধর আসছে সেনগুপ্ত বাড়িতে

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Seria,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,উর্মি,Urmi,জয়,Joy,সৌমিলি চক্রবর্তী,Soumily Chakraborty,নতুন সদস্য,New Member,ভাইরাল ছবি,Viral Photo

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এখন শিশু শিল্পীদের জয়জয়কার। বিশেষ করে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) মিষ্টি সোনা-রুপার (Sona-Rupa) ফ্যান তো গোটা বাংলা। এইটুকু বয়সেই এই দুই খুদে শিল্পীর আদো আদো কথা আর খুনসুটি চুটিয়ে উপভোগ করেন দর্শক।

এবার ছোট্ট সোনা রুপার খুনসুটিতে যোগ দিতে চলেছেন সেনগুপ্তবাড়ির আরও একজন খুদে সদস্য। সে আর কেউ নয়, দীপার বোন তথা সেনগুপ্ত বাড়ির ছোট বৌমা উর্মির (Urmi) সন্তান। এই সিরিয়ালটির নিয়মিত দর্শকরা সকলেই জানেন খুব শীঘ্রই সেনগুপ্ত বাড়িতে আসতে চলেছে এক নতুন সদস্য। তাই বিগত বেশ কয়েকদিন ধরেই উর্মির প্রেগনেন্সির ট্র্যাক চলছে ধারাবাহিকে।

বাংলা সিরিয়াল,Bengali Seria,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,উর্মি,Urmi,জয়,Joy,সৌমিলি চক্রবর্তী,Soumily Chakraborty,নতুন সদস্য,New Member,ভাইরাল ছবি,Viral Photo

প্রসঙ্গত সিরিয়ালটি যারা শুরু থেকে দেখছেন তারা জানেন এই উর্মি যেমন সেনগুপ্ত বাড়ির ছোট ছেলে জয়ের স্ত্রী তেমনি দীপার সৎ বোনও হয়। দর্শকমহলে নায়ক নায়িকা সূর্য-দীপার মতোই কিন্ত দারুন জনপ্রিয় উর্মি আর জয়ের জুটি।

বাংলা সিরিয়াল,Bengali Seria,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,উর্মি,Urmi,জয়,Joy,সৌমিলি চক্রবর্তী,Soumily Chakraborty,নতুন সদস্য,New Member,ভাইরাল ছবি,Viral Photo

যদিও বিয়ের আগে থেকেই উর্মির নজর শুধুমাত্র সেনগুপ্ত পরিবারের বিরাট সম্পত্তির ওপর। তাই এই সিরিয়ালটি দর্শকরা মনে করছেন আগামী দিনে উর্মির ছেলে হবে। যে উর্মির মতই খলনায়ক হবে। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে কোন কিছু স্পষ্ট করে  জানা যায়নি কিছুই।

বাংলা সিরিয়াল,Bengali Seria,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,উর্মি,Urmi,জয়,Joy,সৌমিলি চক্রবর্তী,Soumily Chakraborty,নতুন সদস্য,New Member,ভাইরাল ছবি,Viral Photo

এটা শুধুমাত্র দর্শকদের অনুমান। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই খুদে সদস্য আসার সুখবর ভাগ করে নিয়েছেন উর্মি  চরিত্রের অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী (Soumily Chakraborty)। তবে তিনি বাচ্চার মুখের উপরে লাভ ইমোজি বসিয়ে দিয়েছেন। তাই ক্ষুদে সদস্যর মুখ বোঝা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥