আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প নিশ্চই সবার জানা! প্রদীপের গা ঘষলেই বেরিয়ে আসত জীন, তারপর যা চাইবেন তাই পাবেন। তবে এসব যে গল্পকথা তা এতদিনে বেশ ভালোই টের পাওয়া গেছে। কিন্তু, আলাদিনের আশ্চর্য প্রদীপ না পেলেও এক ধরণের আশ্চর্য প্রদীপ এবছর চাইলেই পেতে পারেন। হ্যাঁ ঠিকই শুনেছেন আশ্চর্য প্রদীপ। এবছর চাইলে আপনিও পেতে পারেন এই আশ্চর্য প্রদীপ।
কি এই আশ্চর্য প্রদীপ! জানতে চান নিশ্চই। তাহলে ব্যাপারটা খুলে বলা যাক, এটি আসলে মাটির প্রদীপ তবে এটিতে সাধারণ মাটির প্রদীপের মত মোটেই না। ছত্তিশগড়ের (Chattishgarh) বস্তার জেলার এক মৃৎশিল্পী অশোক চক্রধারী (Ashok Chakradhari) বানিয়েছেন এই আশ্চর্য প্রদীপ বা আরো ভালো ভাবে বলতে গেলে জাদু প্রদীপ (Magic Lamp)। ওই মৃৎশিল্পীর মতে করোনা মহামারিকালে ব্যবসায় ভারী পতন আসে। উৎসবের বিকিকিনিও সেভাবে হয়নি। যার ফলে নতুন রকমের কিছু বানাতে চেয়েছিলেন তিনি।
এরপর নতুন কিছু বানাতে হবে এই ভেবেই ইউটিউব দেখে নানা ধরণের কৌশল শিখছিলেন তিনি। তারপরই বানিয়ে ফেলেন এই জাদু প্রদীপ। যা দেখে তাকে লেগে গেছে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে নেটিজেন সকলেরই। এই প্রদীপ্তির বিশেষত্ব হল এই যে এটিতে ঝর্ণার মত তেলের যোগান চলতে থাকে অফুরন্ত। যার ফলে সাধারণ প্রদীপের মত অল্পসময়েই নিভে যাবে না এই প্রদীপ। বরং এই প্রদীপ জ্বলতে পারে টানা ২৪ ঘন্টা থেকে শুরু করে ৪০ ঘন্টা পর্যন্ত।
Chhattisgarh: Ashok Chakradhari, a potter in Kondagaon, has designed an earthen lamp in which flow of oil is circulated automatically.
He says, "I learnt making this lamp watching several techniques online. I've received a good number of orders for making more such lamps." pic.twitter.com/oIfwmSu1qA
— ANI (@ANI) October 30, 2020
মৃৎশিল্পী নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রদীপের একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। সেই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। এমনকি ওই ম্যাজিক প্রদীপের জেরে ভাগ্য ফিরে গেছে ওই মৃৎশিল্পীর।