আজকাল ইন্টারনেটের যুগে রোজই হাজারো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। হাসিমজার থেকে শুরু করে আজব সমস্ত কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হয়ে পরে। সেই সমস্ত ভিডিওতে, মানুষ থেকে শুরু করে পশুপাখির আজব সব কান্ডকারখানা দেখা যায় সেই ভিডিওগুলিতে।
আবার রোজকার কাজগুলি করার অদ্ভুত সমস্ত পদ্ধতিও দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই। এই ধরণেরই একটি ভিডিও বর্তমানে বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে মাছ ধরার এক অভিনব কায়দা দেখিয়েছেন এক ব্যক্তি। যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি মুরগির ডিমের সাহায্যে মাছ ধরছেন। কাঁচা ডিম ফাটিয়ে তা গুলিয়ে নিচ্ছেন। তার পর সেই কাছে ডিমটিকে জলাশয়ের কাছের একটি গর্ত যাতে জল রয়েছে তাতে ঢালতে থাকছেন। কিছুক্ষন পরেই দেখা যাচ্ছে সেখানে একে একে মাছের এসে হাজির হচ্ছে। মুহূর্তের মধ্যেই মাছ ধরে গামলা ভর্তি করে ফেলেছেন ওই ব্যক্তি।
মাছ ধরার এই অভিনব পদ্ধতি দেখে ওকাব হয়েছেন অনেকেই। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ভিডিওটিতে দর্শকের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৬৫ লক্ষের অধিক। ভিডিওটি দেখ অনেকেই নিজেদের মন্তব্য জানিয়েছেন। কেউ এই পদ্ধতিকে অসাধারণ ট্যালেন্ট বলেছেন তো কেউ আবার বলেছেন সবই আগে থেকে সাজানো। চলুন দেখে নেওয়া যাক সেই ভাইরাল ভিডিও
https://youtu.be/127fd-ZZVaM