সিরিয়ালপ্রেমী অথচ মিঠাই (Mithai) কে চেনেন না এমন দর্শকদের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তাই দর্শকমহলে মিঠাইরানির মোদক পরিবারের জনপ্রিয়তার কথা আলাদা করে আর বলার প্রয়োজন পড়ে না। আর এখন তো বাংলার গন্ডি ছাড়িয়ে গোটা দেশেই ছড়িয়ে পড়েছে মিঠাইয়ের মিষ্টতা। যতদিন যাচ্ছে মিঠাইয়ের গোপাল ততই একের পর এক নিত্যনতুন চমক নিয়ে আসছে তুফানমেল আর উচ্ছেবাবুর জীবনে।
ইতিমধ্যেই জি বাংলার চৈত্রের চমকে সকলেই দেখেছেন গাড়ি দুর্ঘটনার পর মিঠাইরানির জীবন থেকে হারিয়ে যাবে তার উচ্ছেবাবু। আর সেকথা ভেবেই মন মেজাজ একেবারে ভালো নেই মিঠাই ভক্তদের। কেউ কেউ তো রাগে, অভিমানে বলছেন এমন করলে মিঠাই দেখাই বন্ধ করে দেবেন। এরইমধ্যে শোনা যাচ্ছে নতুন খবর। খুব শিগগিরই ‘মিঠাই’-তে আসছে নতুন চরিত্র। শোনা যায় এই চরিত্রের হাত ধরেই সিরিয়ালে আসতে চলেছে নতুন ট্যুইস্ট।
এখনও পর্যন্ত যা খবর চিত্রনাট্য অনুযায়ী মিঠাইয়ের নতুন চরিত্রের নাম রোহন (Rohan)। আদতে প্রবাসী বাঙালি সে। আদ্যোপান্ত রোমান্টিক এই চরিত্র দেশে ফিরবে তার পরিবারের সাথে দেখা করার জন্য। কিন্তু দেশে এসেই একটা মেয়ের প্রেমে পড়ে যাবে সে। মোদক পরিবারের এই নতুন সদস্য রোহনের চরিত্রে অভিনয় করতে চলেছেন ‘ছোটি সর্দারনি’ খ্যাত অর্জুন সিং শিখাওয়াত (Arjun Singh Shekhawat)।
এই খবর সামনে আসতেই মিঠাই অনুরাগীদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। কেউ মনে করছেন হয়তো উচ্ছে বাবু চলে যাওয়ার পর রোহনের সঙ্গে মিঠাইয়ের আলাপ হবে এবং রোহন মিঠাইয়ের প্রেমে পড়বে। কিন্তু আগামীদিনে কোন দিকে মোড় নিতে চলেছে মিঠাই রানির জীবন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না কেউই।
তবে একথা নিশ্চিত মিঠাই রানির জীবনে উচ্ছে বাবুর জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। আর এই রোহন চরিত্র টি আসলে মনোহরায় নয় এন্ট্রি নিতে চলেছে হিন্দি মিঠাইয়ে। জানা যাচ্ছে হিন্দিতে যে মিঠাই সিরিয়াল চলছে তাতে রাতুলের যে চরিত্র তার নাম রোহন। অর্থাৎ আমাদের বাংলা মিঠাইয়ের রাতুলের চরিত্রে দেখা যাবে ওই অভিনেতা কে। তাই মিঠাই ভক্তরা নিশ্চিন্তে থাকুন ভয় পাওয়ার কোন দরকার নেই।