বর্তমানে লো রেঞ্জ ও মিড রেঞ্জ স্মার্টফোনের চাহিদা প্রচুর বেড়ে গিয়েছে। Lenovo এর তরফ থেকে দুটি বাজেট স্মার্টফোন Lenovo Music K12 ও Lenovo Lemon K12 pro নিয়ে চর্চা চলছিল কিছুদিন ধরেই। এবার লঞ্চ হয়েছে এই ফোন দুটি।
এই ফোন দুটি আসলে Moto E7 ও Moto E9 Power এরই রিব্রান্ডেড ভার্সন। আসুন দেখে নেওয়া যাক নতুন এই ফোন দুটির Specifications ও features সন্মন্ধে।
Lenovo Lemon K12 :
- ফোনটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে।
- রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। যার রেজোলিউশন ১৬০০ X ৭২০।
- ব্যাকে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্টে রয়েছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা।
- ১.৮ গিগাহার্টজ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর এর সাথে রয়েছে গ্রাফিক্সের জন্য আছে এড্রেনো ৬১০ জিপিইউ।
- ফোনটিতে রয়েছে ৫০০০ এমএইচ এর ব্যাটারি ও ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
- ফোনটির দাম রাখা হয়েছে ৯০০০ টাকা। ফোনটি নীল ও গ্রে কালার অপশনে অ্যাভেলেবল রয়েছে।
Lenovo Lemon K12 Pro :
- এই ফোনটিতেও ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে।
- ফোনটিতে ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস ৬০ হার্টজ ডিসপ্লে রয়েছে।
- ফোনের পিছনে ১টি ৬৪ মেগা পিক্সেল, একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা ও একটি ডেপ্ত ক্যামেরা রয়েছে। সাথে ফ্রন্টে রয়েছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা।
- প্রসেসর হিসাবে ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর রয়েছে।
- ফোনটিতে ৬০০০ এমএইচের বিশাল ব্যাটারি রয়েছে। সাথে ২০ ওয়াট ফাস্ট চার্জিং এর ব্যবস্থা রয়েছে।
- এই ফোনটির দাম করা হয়েছে ১১,২৬০ টাকা। ফোনটি পার্পেল ও ডার্ক সায়ান কালারে অ্যাভেলেবল হয়েছে।