বলিউড (Bollywood) তার দর্শকদের এবার একটু নতুন কায়দায় উপহার দিতে চলেছে। হলিউড থেকে অনুপ্রেরণা নিয়ে বলিউডে আসছে ‘স্পাই ইউনিভার্স (Spy Universe)’ ছবি। এই ছবিতে তাছে এক জোড়া নয়, দু জোড়া হিরো হিরোইন। শাহরুখ খান (Shahrukh Khan), সালমান খান (Salman Khan), দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) একসাথে দেখা যাবে এই ছবিতে। এমনকি ছবিতে দেখা যেতে পারে হৃত্বিক রোশনকেও (Hrittick Roshan)।
বলিউডে এর আগে কিছু ছবি যেমন সিংহম, সিম্বা হয়েছে। যেগুলি মেনস্ট্রিম সিনেমার থেকে খানিকটা আলাদা। এবার দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাইছে বলিউড। যেমনটা জানা যাচ্ছে, হলিউডের Avengers এর নতুন সিরিজের বাড়তে থাকা জনপ্রিয়তাই বলিউডের অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। সাথে দর্শকদের প্রিয় মুখ দিয়েই ছবিতে অভিনয় করতে চাইছেন যশ রাজ ফিল্মস। তাই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের নিয়েই তৈরী হতে চলেছে ‘স্পাই ইউনিভার্স (Spy Universe)’।
বর্তমানে বলিউডের দুই অভিনেতা শাহরুখ খান ও সালমান খান দুজনেই ব্যস্ত আছেন তাদের ছবির শুটিংয়ে। শাহরুখ খান তার আসন্ন ছবি পাঠানের জন্য শুটিং করছেন। অন্যদিকে সালমান খান নিজের ছবি রাধের জন্য শুটিং নিয়ে ব্যস্ত। আবার মূল অভিনেত্রী দীপিকা পাডুকোনও ব্যস্ত আছেন শুটিংয়ে। তাই স্পাই ইউনিভার্স ছবির শুটিং কবে থেকে শুরু হবে তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে, আশা করা যাচ্ছে বর্তমানের ছবি শুটিং শেষ হলেই সকল অভিনেতা অভিনেত্রীদের নিয়ে শীঘ্রই ‘স্পাই ইউনিভার্স’ এর শুটিং শুরু হবে। আপাতত ছবির রিলিজের কোনো খবর পাওয়া যায়নি।