• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়িকা নিজেই ভুলে যায় নাম-ঠিকানা! ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে ‘মিষ্টু’, রইল হাতে গরম প্রোমো

Updated on:

New Bengali Serial Mistu Coming Soon on Aakash 8 Promo video released

বাংলা টেলিভিশনে (Television) এখন নতুন সিরিয়াল (Bengali serial) শুরুর হিড়িক পড়েছে। একের পর কে নতুন সিরিয়াল শুরু হয়েই চলেছে। সাম্প্রতিক অতীতে স্টার জলসা, জি বাংলার একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক ধারাবাহিকের নাম। প্রকাশ্যে এসে গিয়েছে নতুন সিরিয়াল ‘মিষ্টু’র (Mishtu) প্রোমো (Promo)।

বাংলা সিরিয়াল মানেই সেখানে থাকবে শাশুড়ি-বৌমার সাংসারিক কূটকচালি! দর্শকদের অনেকের মনেই এই বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গিয়েছে। তবে সাম্প্রতিক অতীতে এই চেনা ছক ভেঙে একাধিক ভিন্ন স্বাদের সিরিয়াল শুরু হয়েছে। এবার সেই তালিকারই নবতম সংযোজন হল ‘মিষ্টু’। শাশুড়ি-বৌমার কূটকচালি কিংবা পরকীয়া নয়, একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে এই সিরিয়াল।

Mishtu, Mishtu promo, Mishtu serial

শীঘ্রই শুরু হতে চলা এই ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন টেলি অভিনেত্রী আঁখি ঘোষ। এর আগে তাঁকে দর্শকরা ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকে দেখেছেন। এছাড়াও সান বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘হারানো সুর’এও তাঁকে দেখা গিয়েছে। অপরদিকে আঁখির নায়ক হিসেবেও দেখা যাবে টেলি দুনিয়ার এক জনপ্রিয় অভিনেতাকে।

‘মিষ্টু’ ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাবে নামী টেলি অভিনেতা মৈনাক ঢোলকে। ধারাবাহিকের প্রোমোয় দেখা গিয়েছে, নায়িকা মিষ্টু কোনও কিছুই বেশিক্ষণ মনে রাখতে পারে না। সবকিছুই ভুলে যায় সে। সেই কারণে অনেকেই মিষ্টুর এই ভুলে যাওয়ার সমস্যার সুযোগ নেয়।

Mishtu, Mishtu promo, Mishtu serial

তবে এরপর মিষ্টুর জীবনে এন্ট্রি হয় তাঁর নায়কের। সে সবসময় মিষ্টুকে সবার হাত থেকে আগলে রাখে। ভুলে যাওয়ার সমস্যার কারণে যাতে মিষ্টুকে কোনও বিপদে পড়তে না হয়, তা সবসময় সুনিশ্চিত করে তাঁর নায়ক। তবে সেই মিষ্টুই একদিন ভুলে যায় যে তাঁর নায়ক তাঁকে ঠিক কতখানি ভালোবাসে।

মিষ্টু এবং তাঁর নায়কের কাহিনীই দেখানো হবে এই সিরিয়ালে। এখন নিশ্চয়ই ভাবছেন, কোন চ্যানেলে দেখা যাবে এই ভিন্ন স্বাদের ধারাবাহিক? তাহলে জানিয়ে রাখি, আপনি যদি ভেবে থাকেন এই সিরিয়াল স্টার জলসা অথবা জি বংলায় শুরু হতে চলেছে তাহলে কিন্তু ভুল। বরং আকাশ আট চ্যানেলে দেখা যাবে এই সিরিয়াল। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো মন জয় করে নিয়েছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥